শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

‘অন্যরকম’ বিবাহ বার্ষিকী উদযাপন করলেন তারা!

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। পারফেক্ট কাপল বলতে যা বুঝায় তারা আসলে সেটাই্। আর তাই নিজেদের প্রথম বিবাহ বার্ষিকীটাও একেবারে অন্যরকমভাবে কাটিয়েছেন তারা। কিন্তু তাদের মাঝে কারা যেন এসে পড়েছিল বিবাহবার্ষিকীতে!

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাডিলেডে প্রথম টেস্ট জিতে বেশ হালকা মেজাজেই ছিলেন বিরাট। তার মধ্যে প্রথম বিবাহবার্ষিকী। তাই স্পেশাল কিছু না করলে কী হয়?

 

সমুদ্রের ধারে একটি লেকের পাশেই বিশেষ সময় কাটিয়েছিলেন দু’জনে। তবে তাদের দু’জনের মাঝে এসে পড়েছিল অন্য কেউ। তারা কে বলুন তো?

আসলে বিরুষ্কা জুটি সময় কাটিয়েছিলেন ডলফিনদের সঙ্গে। এমনটাই জানিয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। এই সংস্থাই ‘স্পেশাল’ করে তুলেছিল বিরুষ্কার বিবাহবার্ষিকীকে। তারাই জানিয়েছে, বিরাট ও অনুশকা সমুদ্রের ধারে এক ঝাঁক ডলফিনের সঙ্গে সময় কাটিয়েছেন। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় লেকের ধারে ছবিও পোস্ট করা হয়েছে।

সেই ছবিতেই দেখা যাচ্ছে, ফুলের পাপড়ি বিছিয়ে রয়েছে লেকের পাশে একটি বাগানে। সংস্থার তরফে কিংবা বিরুষ্কা জুটির তরফে ডলফিনের সঙ্গে কোনো ছবি অবশ্য পোস্ট করা হয়নি। তবে সংস্থার তরফে বলা হয়েছে, ‘রোম্যান্টিক ইভিনিং’ কাটিয়েছেন যুগল। সেখানেই লেকে ছিল ডলফিনের দল।

বিবাহবার্ষিকীতে অবশ্য বিরাট একটি পোস্ট করে লিখেছিলেন, কীভাবে এক বছর সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। পোস্টে অনুশকাকে বিরাট ‘সোলমেট’ এবং ‘বেস্ট ফ্রেন্ড’ বলেও সম্বোধন করেছিলেন।

অনুশকাও একটি ভিডিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। তিনি লিখেছিলেন, এটা স্বর্গীয় অনুভূতি, সময় কীভাবে পেরিয়ে যায়, বোঝা যায় না। বিরাটকে অনুশকা, ‘ভাল মানুষ’ হিসাবে উল্লেখও করেছেন এই পোস্টে।চার বছর প্রেমের পর এই জুটির বিগ ফ্যাট ওয়েডিং হয়েছিল ২০১৭ সালের ১১ ডিসেম্বর।