শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

বিয়ের পিঁড়িতে পরিণীতি চোপড়া!

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

বলিউডে এখন চলছে বিয়ের মরশুম। মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বলিউডের একের পর এক সেলিব্রিটি। এসবের মধ্যেই এবার পাওয়া গেল আরও এক অভিনেত্রীর সুখবর। অর্থাৎ খুব শিগগিরই তিনিও বিয়ের পিঁড়িতে বসছেন বলে খবর।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর, প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তার আদরের বোন পরিণীতি চোপড়াও। শিগগিরই বন্ধু চরিত দেশাইয়ের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধছেন।

 

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ের আগের পার্টিগুলিতে একসঙ্গে দেখা যায় পরিনিতি এবং চরিত দেশাইকে। তখন থেকেই শুরু হয় জোর গুঞ্জন। কিন্তু পরিণীতি বা চরিত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

জানা যায়, গত বছর থেকে নাকি চরিত দেশাইয়ের সঙ্গে ‘ডেট’ করছেন প্রিয়াঙ্কার বোন। গত বছর মার্কিন মুলুকে এক কনসার্টে হাজির হওয়ার পরই চরিতের সঙ্গে পরিচয় হয় পরিচয় এবং তখন থেকেই সম্পর্কের সূত্রপাত।