শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

এখন গান নিয়ে ভাবছি না

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১১ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

জিয়াউল ফারুক অপূর্ব

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

জনপ্রিয় মডেল ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক গল্পের নাটকে তাকে বেশি অভিনয় করতে দেখা যায়। মাঝে মাঝে মিউজিক ভিডিওতেও দেখা যায় তাকে। এ মুহূর্তে নেপালে শুটিং করছেন তিনি।

বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

* যুগান্তর: বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

** অপূর্ব: এ মুহূর্তে নেপাল আছি। এখানে আটটি নাটকের শুটিং শেষ করেছি। আজ দেশে ফিরছি। এছাড়া দেশে থাকতে কয়েকটি খণ্ড নাটকের কাজ শেষ করেছি। শিগগিরই নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

* যুগান্তর: শুধু রোমান্টিক গল্পের নাটকেই আপনাকে দেখা যায়। এর প্রতি দুর্বলতা কেন?

** অপূর্ব: আমি গল্পপ্রধান নাটকের অভিনয় করি। পরিচালক আমাকে যেটি করতে দেয় সেটিই করি। এতে কোন চরিত্র কেমন এবং দর্শক কীভাবে নেবে সেটি আমি জানি না। অভিনয় আমার কাজ। সব রকম চরিত্রে আমাকে দেখা যাবে, তবে সে রকম গল্প হতে হবে।

* যুগান্তর: ধারাবাহিক নাটকে আপনার কোনো অপারগতা রয়েছে কি?

** অপূর্ব: অবশ্যই না। তবে ধারাবাহিক নাটকে কম অভিনয় করি। বিষয়টি এমন, আমি এখন যে নাটক নিয়ে ব্যস্ত আছি এ সময়ে অন্য কেউ কোনো গল্প নিয়ে এলে তো সময় দিতে পারব না। ব্যস্ততাই আমার কাছে মূল বিষয়। অপারগতা কোনো বিষয় নয়।

* যুগান্তর: অনেকেই অভিযোগ করছেন দর্শক এখন নাটক দেখছেন না। আপনি কি তাই মনে করেন?

** অপূর্ব: আমি তা মনে করি না। হয়তো অনেকেই সময়ের অভাবে টিভিতে নাটক দেখতে পারেন না। পরে কিন্তু ইউটিউবে নাটক দেখেন। যারা এমন অভিযোগ তুলছেন তারা কোন পরিপ্রেক্ষিতে তুলছেন তা আমার জানা নেই। ভালো কাজ মানুষ দেখেন এবং ভালো কাজে সাফল্য আসবেই।

* যুগান্তর: আপনাকে তো গাইতে দেখা যায়। নতুন কোনো গান করার পরিকল্পনা আছে?

** অপূর্ব: এখন গান নিয়ে ভাবছি না। কিছুদিন আগে একটি খণ্ড নাটকে রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। গান গাওয়ার ইচ্ছা আমার আছে, তবে কবে আবার গাইব বলতে পারছি না।

* যুগান্তর: পরিচালক না প্রযোজক হিসেবে আবার কবে দেখা যাবে?

** অপূর্ব: আপাতত অভিনয় নিয়ে থাকতে চাই। এর বাইরে এখন কিছু ভাবছি না। তবে ইচ্ছা আছে আবারও পরিচালনা করার।

* যুগান্তর: নতুন সিনেমায় কাজ করার কথা ছিল আপনার। এ বিষয়ে কোনো খবর আছে?

** অপূর্ব: আপাতত নেই। প্রথম সিনেমা মুক্তির পর থেকেই নতুন ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছি অনেক। তবে নানা কারণে সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে পারিনি। যেনতেন ছবিতে অভিনয় করে দর্শকদের আমি হতাশ করতে চাই না। তাদের জন্যই আমার আজকের অবস্থান। সুতরাং দর্শকদের মূল্যায়নই আমার কাছে বড়।