আমি জন্মদিনে বিশ্বাসী নই
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মাঝে কয়েকটি নাটকে অভিনয় করলেও বর্তমানে অভিনয় থেকে দূরেই আছেন। বর্তমানে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়েই তার সময় কাটে।
জনপ্রিয় এ নায়কের আজ জন্মদিন। দিনটি উদযাপন, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
* যুগান্তর: জীবন থেকে আরও একটি বছর চলে গেল। বিষয়টি ভাবতে কেমন লাগে?
** বয়স বাড়ছে। নিজের কাছে প্রশ্ন করি, কি করলাম এ জীবনে? কত কিছুই তো বাকি। সামনে আর সময় পাব কি আরও ভালো কিছু করার?
* যুগান্তর: জন্মদিন উপলক্ষে আজকের দিনের আয়োজন কি?
** কোনো আয়োজন নেই। আমি জন্মদিনে বিশ্বাসী নই। এ দিন উদযাপনের কোনো লাভ কিংবা পালন না করলে ক্ষতির কিছু দেখছি না। বেঁচেই তো আছি। সবসময় যেন সুস্থ থাকি এটাই কামনা করি।
* যুগান্তর: আজ কোথায় থাকবেন?
** আমার প্রাণের জায়গা ‘নিরাপদ সড়ক চাই’-এর অফিসে। ওখানে আজ সদস্যরা হয়তো জন্মদিন উপলক্ষে কিছু আয়োজন করবে। আগের দিনের মতোই সারাদিন এখানে থাকব। বিকালে বাসায় যাব।
* যুগান্তর: অভিনয়ে তো দেখাই যায় না আপনাকে। একেবারই বিদায় জানালেন নাকি?
** অভিনয়ের মাধ্যমেই তো আজকের ইলিয়াস কাঞ্চন হয়েছি। অভিনয়ের জন্য তো মন কাঁদে। কিন্তু ভালো গল্প বা চরিত্র না পেলে তো অভিনয় করা ঠিক হবে না। আমি আমার সম্মান ধরে রাখতে চাই। এখনও নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত রেখেছি।
* যুগান্তর: মুক্তির অপেক্ষায় থাকা আপনার অভিনীত ‘বাংলার ফাটাকেস্ট’ ছবিটি কি আর দর্শক দেখতে পাবেন না?
** ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছিল। অনেক কাটাকাটি করা হয়েছে। এখন কি অবস্থা তা আমি জানি না। পরিচালক বা প্রযোজকের সঙ্গে আমার যোগাযোগ নেই। দর্শক ছবিটি দেখতে পাবেন কি না তাও বলতে পারছি না।
* যুগান্তর: নতুন কোনো ছবি বানানোর কি পরিকল্পনা আছে?
** ছবি বানানোর পরিবেশ তো আর নেই। কয়জন আছেন যে এখন ছবি বানিয়ে টাকা তুলতে পারেন? আমার এতো টাকা নেই যে, ছবি বানাব। গল্প আমার নিজের থাকলেও তা দিয়ে আমি ছবি বানাতে পারব বলে মনে হয় না। এখন আর কেউ ছবি বানাতে টাকা লগ্নি করতে চায় না।
* যুগান্তর: এ থেকে পরিত্রাণের উপায় কী?
** সবাইকে এক হতে হবে। সেটি সম্ভব হবে কী না জানি না। যদি হতে পারে, তাহলে হয়তো কিছুটা ঘুরে দাঁড়ানো সম্ভব।

