শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

অটিজম নিয়ে ছবি বানানোর ইচ্ছা আছে

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

এ সময়ের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নিয়মিত নাটক ও ছবিতে অভিনয় করছেন। সম্প্রতি তার অভিনীত ‘স্বপ্নের ঘর’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে।

বর্তমানে এ অভিনেতা আমেরিকায় আছেন। সেখান থেকেই মুঠোফোনে বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

* যুগান্তর: ‘স্বপ্নের ঘর’ নিয়ে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন?

** মিলন: বেশি দিন হয়নি মুক্তি পেল। ভালো রেসপন্স পাচ্ছি। নির্বাচনী আমেজে দর্শক কিছুটা কম হলেও দর্শকদের আগ্রহ দেখে আমি আনন্দিত।

* যুগান্তর: প্রথমবার ভৌতিক ছবিতে অভিনয় করেছেন। অভিজ্ঞতা কেমন ছিল?

** মিলন: বেশ ভালো। আনন্দের বিষয় হল, বাংলাদেশে প্রথমবার ভৌতিক ছবি নির্মিত হয়েছে, সেটাতে অভিনয় আমি করেছি। কাজটি বেশ উপভোগ্য ছিল। আমি মনে করি আমাদের দেশে আরও ভৌতিক ছবি বানানো উচিত।

* যুগান্তর: বর্তমানে কী ব্যস্ততা আছে?

** মিলন: আমেরিকায় আসার আগে কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছি। নাটকগুলো ২০১৯ সালে প্রচারের জন্য নির্মিত হয়েছে। এ ছাড়া কয়েকটি নাটকের গল্প পড়ছি। ভালো লাগলে অভিনয় করব।

* যুগান্তর: প্রায়ই আমেরিকায় যাতায়াত করেন। সেখানে কী করেন?

** মিলন: না। ব্যক্তিগত কারণেই আমেরিকায় যাওয়া হয়। এখানে আমার স্ত্রী এবং একমাত্র সন্তানকে সময় দেয়ার জন্যই আসি।

* যুগান্তর: নতুন কোনো ছবিতে অভিনয়ের খবর আছে?

** মিলন: নতুন একটি ছবির পাণ্ডুলিপি পড়েছি। অসাধারণ গল্প। রেডিওকেন্দ্রিক ছবি হবে এটি। রেডিওতে খবর শুনে শুনে ১৯৭১ সালে তরুণরা যুদ্ধে যেতে আগ্রহী হয়েছিল। সে চিত্রই এ ছবিতে তুলে ধরা হবে।

* যুগান্তর: আপনি তো একটি ছবি বানানোর কথা বলেছিলেন?

** মিলন: হ্যাঁ। অটিজমের ওপর একটি ছবি বানানোর কথা বলেছি। আমাদের দেশে অনেক অটিস্টিক রোগী আছেন। তাদের সচেতন করার জন্যই আমার ছবি বানানোর উদ্যোগ। গল্প তৈরি করা আছে। কারা অভিনয় করবেন তা এখন বলব না। ভালো প্রযোজক পেলে শুটিং শুরু করব।