শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বছরের শেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

চলতি বছর অসংখ্য নতুন নাটক মঞ্চে আসে। এরমধ্যে কয়েকটি নাটক বেশ সাড়া জাগায় নাট্যাঙ্গনে। সে তালিকায় রয়েছে ঢাকা পদাতিক নাট্যদলের ‘ট্রায়াল অব সূর্যসেন’। মূলত, বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী মাষ্টার দা সূর্যসেনের হত্যাকান্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে মঞ্চস্থ হয় নাটকটি।

নাটকটি আবারো ঢাকার মঞ্চে মঞ্চস্থ হবে। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা’র মূল মিলনায়তনে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

নাট্যজন মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকারায়, নির্মলসেনসহ প্রায় ৪০টি চরিত্র উঠে এসেছে এ নাটকে।

 

নাটকটির নির্দেশক মাসুম আজিজ বলেন, ফেব্রুয়ারিতে এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। বেশ সাড়া পাবার পর চলতি বছরে আরো একবার মঞ্চায়ণ করার ইচ্ছে হয় আমাদের। অনেকটা দর্শকদের অনুরোধেও বলা যায়। নাট্যশালার মূল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় আমরা নাটকটির মঞ্চায়ন করবো।

ঢাকা পদাতিক-এর ৩৮ তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, আব্দুল্লাহ রানা, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামানসহ অনেকে।