চট্টগ্রামে আইয়ুব বাচ্চু স্মরণে অনুষ্ঠান
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
ব্যান্ড সঙ্গীতের তুমুল জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর জন্ম, বেড়ে ওঠা, মিউজিক সবকিছুর শুরুটা ছিল চট্টগ্রামে।
তাই প্রয়াত এ শিল্পীর জন্মশহর চট্টগ্রামে তাকে নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবি মিউজিক স্টেশন, আইয়ুব বাচ্চু সঙ্গীত স্মৃতি পরিষদ, ফেয়ার টাচ মিডিয়া ও চট্টগ্রাম অডিও শিল্পী সংস্থা। ১১ জানুয়ারি একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত এ শিল্পীকে স্মরণ করা হবে।
এ দিন তার স্মরণে আশিক বন্ধুর লেখা ‘সবার প্রিয় এবি’ গানের প্রকাশনা, স্মরণসভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সাসটেইন ব্যান্ড, সাইফুদ্দিন মাহমুদ খান, মামুনুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- শহরটিতে বসবাস করা আইয়ুব বাচ্চুর খুব কাছের গানের জগতের বন্ধু, স্বজন, শিল্পী, সাংবাদিক ও মিডিয়াকর্মীরা।
