শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

শ্রুতিমধুর কথার গান খুঁজছেন অপূর্ব

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

অভিনয়ের পাশাপাশি গানও করেন জনপ্রিয় মডেল ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

গেল বছরের শেষ দিকে একটি নাটকে রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তিনি। এর আগে মৌলিক গানও গেয়েছেন। আবারও মৌলিক গান করার ইচ্ছা প্রকাশ করেছেন এ অভিনেতা। এ জন্য ভালো কথাসমৃদ্ধ গান খুঁজছেন তিনি।

এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘শোবিজাঙ্গনের যে কোনো কাজই আমি গুরুত্ব ও যত্নসহকারে করি। গান গাওয়া আমার শখ। সময় পেলেই গান গাই। যদি ভালো কথা, সুর ও সঙ্গীতের গানের প্রস্তাব পাই তবে আবারও গাইতে চাই।’

ভালো ও গল্পনির্ভর মিউজিক ভিডিও নির্মাণ করারও আগ্রহ রয়েছে তার। এ অভিনেতা বর্তমানে শিহাব শাহীনের সাত পর্বের একটি ওয়েব নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

এছাড়াও ভালোবাসা দিবসের জন্য কয়েকটি খণ্ড নাটকের শুটিং চলতি মাসেই শুরু করবেন বলে জানিয়েছেন।