শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

ভালোবাসা দিবসের নাটকে ব্যস্ত সজল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয় একাধিক নাটক। নির্মাতা ও অভিনয় শিল্পীরাও এ দিবসের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন নতুন বছরের শুরু থেকে।

 

এ তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। বর্তমানে ভালোবাসা দিবসের কয়েকটি

নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। এর মধ্যে সকাল আহমেদের পরিচালনায় ‘তোমার অপেক্ষা’ নামে একটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন মৌসুমি হামিদ।

স্বপন বিশ্বাসের পরিচালনায় ‘নাকফুল’ নামে আরও একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন কয়েকদিন আগে। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম ফারিয়া।

এছাড়াও আরও কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেতা। ভালোবাসা দিবসের নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশেষ দিবস আমার কাছে কোনো

বিষয় নয়। গল্প ভালো লাগলে কাজ করি। যেসব নাটকে এখন পর্যন্ত অভিনয় করেছি তাতে গল্পের ভিন্নতার কারণেই কাজ করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’ অন্যদিকে ফেব্রুয়ারি মাসে ‘স্বপ্নবাজি’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এছাড়া বদিউল আলম খোকন পরিচালিত একটি ছবিতেও অভিনয় করছেন সজল। কলকাতার ছবিতে অভিনয়ের কথা রয়েছে তার।