শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

নারী দিবসের তিন নাটক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় অনেক নারীকে।

সেসব নারীর গল্প নিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো আরটিভিতে প্রচার হবে ‘প্রেরণায় নারীর গল্প’ শিরোনামে তিনটি নাটক।

নাটকগুলো নির্মাণ করবেন তিন নারী নির্মাতা চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও প্রীতি দত্ত। সম্প্রতি নির্মাতাদের সঙ্গে আরটিভি কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর হয়। এ প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘নারীরা ক্রমশ অগ্রসরমান।

তার প্রতিফলন আমরা সমাজ বাস্তবতায় দেখতে পাচ্ছি। নারীদের এমন কিছু গল্প আছে যা সমাজের জন্য অনুকরণীয়। সেসব গল্প দর্শকদের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই আমরা আয়োজন করছি ‘প্রেরণায় নারীর গল্প’।

নাটকগুলো তৈরি হবে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত নারীদের বাস্তব গল্প নিয়ে। এ জন্য প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া নারীদের গল্প সাতশ’ শব্দের মধ্যে লিখে পাঠাতে হবে আরটিভিতে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত লেখা পাঠানো যাবে।