শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

ফের ধারাবাহিকে একসঙ্গে মিলন-অর্ষা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

খণ্ড ও ধারাবাহিক নাটকে প্রায়ই একসঙ্গে দেখা যায় আনিসুর রহমান মিলন ও নাজিয়া হক অর্ষাকে। এবার নতুন একটি ধারাবাহিক নাটকে দেখা গেল তাদের। নাটকের নাম ‘পরাধীন’।

বর্তমানে আমেরিকা অবস্থান করছেন মিলন। সেখানে যাওয়ার আগে নাটকটির কয়েকটি পর্বে অভিনয় করেন। এ প্রসঙ্গে মুঠোফোনে আমেরিকা থেকে তিনি বলেন, ‘প্রথম ১৩ পর্বে ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেয়া হবে নানা ঘটনার মধ্য দিয়ে।

এরপর মূল গল্পে দর্শক নানা নাটকীয়তা দেখতে পাবেন, যেখানে দর্শক নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন। এরইমধ্যে আমি বেশ কয়েকটি পর্বের কাজ করেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে।’

মুক্তা দেব প্রযোজিত ও শামীমা আক্তার বেবী পরিচালিত এ নাটকে অভিনয় প্রসঙ্গে অর্ষা বলেন, ‘এ নাটকে আমরা যারা কাজ করছি সবাই বেশ আন্তরিকতা নিয়েই কাজ করছি। মিলন ভাইয়ের সঙ্গে এর আগেও আমি ধারাবাহিকে কাজ করেছি। ’

শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে আগামীকাল আমেরিকা থেকে ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন মিলন। দেশে ফিরেই তিনি বিপ্লবের পরিচালনায় একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করবেন।

অন্যদিকে অর্ষা শিহাব শাহীনের পরিচালনায় ‘দ্বিতীয় কৈশোর’ নামের একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।