শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬   মাঘ ১৭ ১৪৩২   ১২ শা'বান ১৪৪৭

স্টেট সিনেটে হাইরাম মুনসেরাতকে সাপ্তাহিক আজকালের এনডোর্সমেন্ট

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৩৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার


 
হাইরাম মুনসেরাত লড়ছেন স্টেট সিনেটে। দলীয় মনোনয়ন পাবার প্রত্যাশায় ডেমোক্র্যাটিক প্রাইমারির নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রার্থী ডিস্ট্রিক্ট-১৩ আসনে। মুনসেরাত সাবেক সিটি কাউন্সিল মেস্বার ও স্টেট সিনেটর। অনেক চড়াই উৎড়াই পেরিয়ে আবারও তিনি নির্বাচনী মাঠে। স্টেট সিনেটর জেসিকা রামোসের বিরুদ্ধে তাকে লড়তে হবে। সিনেটর হিসেবে দায়িত্ব পালনকালে এই জেসিকাই মুনসেরাতের স্টাফ ছিলেন। অভিজ্ঞতা, কমিউনিটির প্রতি তার কমিটমেন্ট ও জনবান্ধব গুণাবলীর বিবেচনায় নিউইয়র্কের জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক আজকাল ও শাহ নেওয়াজ গ্রুপ মুনসেরাতের প্রার্থীতাকে এনডোর্সমেন্ট করছে। 
গত ডিসেম্বরে মুনসেরাত নিউইয়র্ক স্টেট সিনেট, ডিস্ট্রেক্টট-১৩ আসনে প্রার্থীতার জন্য আবেদন করেন। ২ সপ্তাহ আগে তার পূরনো এই আসনে নির্বাচনের আনুষ্ঠানিক  ঘোষণা দেন। অতীতের ভুল স্বীকার করে সামনে এগিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।  ২০২৪ সালে এসেম্বব্লিতে তিনি নির্বাচন করেন। মাত্র ১ হাজার ভোটের ব্যবধানে হেরে যান। এরপর থেকেই এলাকার উন্নয়ন ও গনসংযোগে লেগে আছেন। রুজভেন্ট এভিউনিউ’র উন্নয়ন, জ্যাকসন হাইটস এলাকায় অবৈধ প্রোস্টিটিউশন বন্ধ ও আইনশৃংখলার উন্নয়নে তিনি কাজ করছেন। তার প্রত্যাশা, এবার তিনি নির্বাচনে জিতবেন। বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ শাহ নেওয়াজ ও তার দুটি প্রতিষ্ঠান এসএনজি গ্রুপ ও সাপ্তাহিক আজকাল তার প্রার্থীতায় সর্মথন দিয়েছে।