শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬   মাঘ ১০ ১৪৩২   ০৪ শা'বান ১৪৪৭

নিউইয়র্কের খোকন তারেকের প্রতিদ্বন্দ্বি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার


 
 
আনিসুজ্জামান খোকন আছেন। ছিলেন। এক সময়ের ডাকসাইটে ছাত্রনেতা। ঢাকায় সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। ছ্রাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। জিয়াউর রহমানের শাসনামলে বিএনপির টিকেটে ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের দ্বিতীয় জাতীয় সংসদে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সাংসদ।  কিশোরগঞ্জে দাপুটে বিএনপি নেতা হিসেবে আর্বিভূত হন। এরশাদের শাসনামলে পাড়ি জমান মার্কিন মুল্লুকে। রুপসী বাংলা নামে একটি কমিউনিটি টিভি চালু করেন। নিউইয়র্ক আপস্টেটে গড়ে তুলেছিলেন গরু ও মুরগীর ফার্ম।  ৮০ ও ৯০ দশকে এই টিভি বেশ জনপ্রিয়তা পায়। পরবর্তীতে ইলেকট্রনিক মিডিয়া ও অত্যাধুনিক টেকনোলোজির জোয়াড়ে হারিয়ে যায় রুপসী বাংলা। কমিউনিটির পরিচিত সাংবাদিক আনিসুজ্জামান খোকনের নামের ব্যাপ্তিও হারিয়ে যেতে থাকে। কমিউনিটিতেও তাকে কম দেখা যায়। 
ঢাকার গত মেয়র নির্বাচনে আলোচনায় আসে তার নাম। নিজের প্রার্থীতা ঘোষণা করেন মেয়র পদে। নিজেকে মুক্তিযোদ্ধা ও জিয়াউর রহমানের স্নেহভাজন উল্লেখ করে প্রচারণা চালান। এ নির্বাচনে তিনি হাজারের নীচে ভোট পেয়েছিলেন। তারপর ফিরে আসেন নিউইয়র্কে।
এবার ্সংসদ নির্বাচনে নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী। অনেক টিভি মিডিয়ায় তিনি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে সাক্ষাৎকার দিচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১৭ আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান ও জামায়াতের ডা.খালিদুজ্জামান। 
উল্লেখ্য আনিসুজ্জামান খোকন বিএনপির সাবেক সাংসদ ও সদ্য জামায়াতে যোগদানকারি মেজর(অবঃ) আখতারুজ্জামান এর ভাই।