সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:০৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার
প্রতারণা ও অন্যান্য গুরুতর অপরাধের জন্য অর্জিত নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে মার্কিন সিনেটরের বিল উত্থাপন
মার্কিন সিনেটে প্রতারণা এবং অন্যান্য গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের অর্জিত নাগরিকত্ব বাতিলের জন্য একটি বিল উত্থাপন করছেন রিপাবলিক্যান সিনেটর এরিক স্মিথ । মিনেসোটায় অসংখ্য প্রতারণার তদন্তের মধ্যে এই মার্কিন সিনেটর গত সোমবার ঘোষণা করেছেন যে, তিনি প্রতারণা এবং অন্যান্য গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের অর্জিত নাগরিকত্ব বাতিলের জন্য একটি বিল উত্থাপন করছেন।
রিপাবলিক্যান সিনেটর এরিক স্মিথ ‘এক্স’ (সাবেক টুইটার)-এ ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ অ্যান্ড মিসরিপ্রেজেন্টেশন (স্ক্যাম) অ্যাক্ট’ নামে বিলটি উত্থাপন করেন।
স্মিথ বলেন, “সোমালি প্রতারণা কেলেঙ্কারি একটি কঠিন সত্য প্রকাশ করেছে: আমাদের নাগরিকত্ব প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। এটি ঠিক করার সময় এসেছে। এ কারণেই আমি এমন একটি বিল উত্থাপন করছি যা প্রতারণা এবং অন্যান্য গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত অর্জিত নাগরিকদের নাগরিকত্ব বাতিল করবে।” (সূত্র-এবিসি৬ নিউজ)
স্মিথ বলেন, এই বিলটি সরকারি কর্মসূচির বিরুদ্ধে গুরুতর প্রতারণা, গুরুতর অপরাধ, অথবা মাদক চক্র বা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যোগদান বা সংশ্লিষ্টতার মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের নাগরিকত্ব বাতিলের জন্য ব্যবহার করা হবে।
