বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬   মাঘ ৯ ১৪৩২   ০৩ শা'বান ১৪৪৭

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:০৭ এএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার সিলেট থেকে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনী কর্মসূচির ফাঁকে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের রাহাত মঞ্জিলে নিজের শ্বশুরবাড়িতে যান তারেক রহমান। সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি বলেন, ডা. জুবাইদা রহমান আপনাদেরই মেয়ে। তার সম্মান বাঁচানো আপনাদের দায়িত্ব। আপনারা কি আপনাদের মেয়ের সম্মান বাঁচাবেন? তারেক রহমানের এমন প্রশ্নে উপস্থিত সকলে ‘ইনশাআল্লাহ’ বলে সম্মতি জানান।

তারেক রহমান সিলেটের স্থানীয় সংসদ সদস্য প্রার্থী এম এ মালেককে বিজয়ী করতে শ্বশুরবাড়ির স্বজনসহ এলাকাবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানান। জামাই হিসেবে শ্বশুরবাড়ির মানুষের কাছে সমর্থন চেয়ে তিনি বলেন, সব ধরনের সংস্কারসহ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তারেক রহমানের এই উপস্থিতিতে এলাকায় ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী প্রচারে নতুন গতি এসেছে।

এর আগে বুধবার রাত সোয়া ৮টায় দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেটে পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত এবং নফল নামাজ আদায় করেন তারেক রহমান। মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামের রাহাত মঞ্জিলে পৌঁছালে স্থানীয় এলাকাবাসী ও দলীয় হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে বরণ করেছেন।

বুধবার রাত ১২টা ৪০ মিনিটে তিনি পৌঁছালে আত্মীয় স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান। পরে স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ নেতাকর্মীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং রাতের খাবার সম্পন্ন করেন তারেক রহমান।