রোববার   ১৮ জানুয়ারি ২০২৬   মাঘ ৪ ১৪৩২   ২৯ রজব ১৪৪৭

খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৪ এএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কঠোর সমালোচনার জবাবে এবার সরাসরি তেহরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পলিটিকো'কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভ দমনে দেশটির সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, খামেনি তার নিজের দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। 

গত কয়েক সপ্তাহে দেশজুড়ে চলা বিক্ষোভে হাজারো মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, একজন নেতার উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা, ভীতি বা মৃত্যুর মিছিল তৈরি করে ক্ষমতা টিকিয়ে রাখা নয়।

এই বাদানুবাদের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির দেওয়া কিছু বার্তার পর। সেখানে ইরানি সর্বোচ্চ নেতা ইরানের সাম্প্রতিক সহিংসতা ও ক্ষয়ক্ষতির জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করেন। খামেনি অভিযোগ, ট্রাম্প সাধারণ ইরানি জনগণের নাম করে সহিংস গোষ্ঠীগুলোকে উস্কানি দিচ্ছেন, যা ইরানি জাতির জন্য চরম অবমাননা। খামেনির এই বক্তব্যের পর ট্রাম্প আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি বলেন, খামেনি একজন অসুস্থ মানুষ এবং তার শাসনামলে ইরান বিশ্বের অন্যতম বসবাসের অযোগ্য দেশে পরিণত হয়েছে।

গত জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সম্প্রতি খামেনি এক ভাষণে দাবি করেন, ইরানি জাতি আমেরিকাকে পরাজিত করেছে, যার পাল্টা জবাবে ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে স্বৈরাচারী ও নিপীড়নমূলক হিসেবে আখ্যা দেন। ট্রাম্প আরও বলেন, হাজার হাজার মানুষকে হত্যা করে নিয়ন্ত্রণ বজায় রাখা কোনো নেতৃত্বের লক্ষণ হতে পারে না। 

তেহরান থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: পলিটিকো