ভারতীয় কনস্যুলেটের সামনে প্রেট্রিয়টস’র প্রতিবাদ
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:৩৭ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার
পেট্রিয়টস অব বাংলাদেশ মানবাধিকার উদ্যোগে সংগঠনের নেতা কর্মীরা ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে ও শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের ও ভারতীয় সংখ্যালগুদের ওপর নির্যাতনের বন্ধের দাবীতে নিউইয়র্ক ইন্ডিয়ান কনসুলেট এর সম্মুখে গত শুক্রবার জুম্মার নামাজ আদায় ও এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এ আয়োজনে খুতবা প্রদান ও ইমামতি করেন বিশিষ্ট লেখক ও গবেষক ফয়সল আহমদ জালালী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এর সেক্রেটারি শাহানা মাসুম , মীর কাসেম , আজাদী কাশ্মীরে অরগানাইজেশনের শরিফ এ ওসমান হায়দার, নিউ কাশ্মীর অরগানাইজেশনের আহবায়ক আলতাফ মাহমুদ কাসেম, এক্টিভিস্ট জ্যাকব মিল্টন, নীরা রাব্বানি , প্রফেসর শওকত আলী ও ড. আবু জাফর মাহমুদ।
আরো বক্তব্য রাখেন পেট্রিয়টস অব বাংলাদেশের অন্যতম সদস্য আব্দুল কাদের, লায়ন সোহেল আহমেদ, মশিউর লিটন, দীপন গাজী, মামুন মিয়া, মনির হোসেন, আদনান মিয়া, জুয়েল জাকির, রাসেল শওকত।
