অভিযান ও ভিসা স্থগিতের ঘোষণায় কমিউনিটিতে স্থবিরতা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:১৯ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার
আইস পুলিশের অভিযান অন্যদিকে হঠাৎ করে ফেডারেল সরকারের ভিসা স্থগিতের ঘোষণার পর বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে হিম স্থবিরতা। গ্রোসারি দোকানে, রেষ্টুরেন্টে আগের মতো বেচাকেনা নেই বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে বৈধ পথে আসার স্বপ্ন দেখা মানুষের প্রতীক্ষা আর দীর্ঘশ্বাস আরেক দফা বাড়লো। তাদেরকে ঘিরে ধরেছে গভীর অনিশ্চয়তা। আইস অভিযান আর ভিসা না হবার খবরে বাংলাদেশিরা এখন নির্জিব হয়ে পড়েছেন। বাঙালি অধু্যুষিত এলাকা জ্যাকসন হাইটস এবং জ্যামাইকার সড়কে প্রবাসিদের জটলা আর চোখে পড়ে না। আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার খবর এখন আর কারো অজানা নেই। দেশে কারো স্ত্রী সন্তান বা বাবা-মা, নিকট পরিজন অর্ধযুগ, একযুগ অপেক্ষার পর ভিসার জন্য দূতাবাসে তারিখ পেয়েছিলেন। এবারের দু:সংবাদে তাদের পরিবারে যেন শোকাচ্ছন্ন দিন শুরু হয়েছে মাত্র। কবে এই অচলাবস্থার অবসান ঘটবে তা কারো জানা নেই।
যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি রয়েছেন যারা সামরিক বাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থায় উচ্চপদে কর্তব্যরত রয়েছেন খ্যাতি ও সুনাম নিয়ে। বাংলাদেশি অনেক শিক্ষাবিদ রয়েছেন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে যাদের নামে একাডেমিক ভবনের নামকরণ করা আছে। বাংলাদেশি অনেক ব্যবসায়ি রয়েছেন যাদের প্রতিষ্ঠানে এদেশের কয়েক হাজার ইঞ্জিনিয়ার বর্তমানে চাকরি করছেন। যুক্তরাষ্ট্রের অনেক স্টেইটের উন্নয়ন অবকাঠামো সম্পূর্ণ বদলে দিয়েছেন বাংলাদেশিরা ইঞ্জিনিয়াররা। সিমাহীন প্রতিযোগিতা ও প্রতিকূল পরিবেশ ডিঙ্গিয়ে বাংলাদেশিদের শীর্ষ পদে কাজ করতে হয়েছে। অনেক ল’ ফার্ম রয়েছে যেখানে এদেশের এটর্নীরা কাজ করছেন।
এসব খ্যাতি ছাড়িয়ে ফুড স্ট্যাম্প, হাউজিংসহ কিছু সরকারী সুবিধা নেয়ার চাপ এখন কমিউনিটির মানুষের ঘাড়ে পড়েছে। অভিযোগে জানা যায়, বৃহৎ অন্যান্য জনগোষ্ঠি বিপুল সরকারী আর্থিক সুবিধা নিয়ে থাকে কিন্তু তারা মোটেও আলোচিত হয় না। দেশভিত্তিক নিষেধাজ্ঞা না দিয়ে প্রবাসে যারা সরকারী সুবিধা ভোগ করেছেন (বিভিন্ন জনগোষ্ঠি) তাদেরকে তালিকাভুক্ত করলে নিজনিজ দেশে অপেক্ষমান মানুষ এই ভোগান্তি থেকে রেহাই পেতেন বলে ভুক্তভোগি পরিবারগুলো থেকে জানানো হয়েছে।
