শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

যাদের টাকায় নির্বাচন করবেন হিরো আলম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে তার বার্ষিক আয় আড়াই লাখ টাকা হলেও নির্বাচন করার মতো এই অর্থ যথেষ্ট নয়। আর এ কারণেই তিনি শ্বশুর, ফুফা ও ভগ্নিপতির দানের টাকায় নির্বাচন করবেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা থেকে এমনই তথ্য জানা গেছে।

এদিকে উচ্চ আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেলেও তার পছন্দের প্রতীক বরাদ্দ এখনো পাননি। আর এ কারণে এখন পর্যন্ত ছাপাতে পারেননি কোনো পোস্টার-লিফলেট। তবে রিটার্নিং কর্মকর্তা ফোনে তার পছন্দের প্রতীক সিংহ নিয়ে প্রচার শুরুর মৌখিক অনুমতি দিয়েছেন।

 

প্রসঙ্গ, হিরো আলম জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। হলফনামায় তিনি নিজেকে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন। পেশা হিসেবে লিখেছেন অভিনয়। অভিনয় ও কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ২ লাখ ৫৮ হাজার টাকা।

হিরো আলম তার দাখিল করা হলফনামায় উল্লেখ করেছেন, নির্বাচনে তিনি ব্যয় করবেন ৫ লাখ টাকা। এর মধ্যে তার শ্বশুর খোকন দান হিসেবে দেবেন ১ লাখ টাকা, ফুফা আবদুর রাজ্জাক পাইকার দেবেন ২ লাখ টাকা এবং ভগ্নিপতি মো. হিরু প্রামাণিক দেবেন ২ লাখ টাকা।