বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

বিয়ে করছেন রাফসান-জেফার!

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৯ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার

দীর্ঘদিনের ‘ওপেন সিক্রেট’ প্রেম অবশেষে পরিণয়ে রূপ নিতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসবেন এ তারকা জুটি

 

গত কয়েক বছর ধরেই শোবিজ পাড়ায় রাফসান ও জেফারের প্রেমের গুঞ্জন চাউর ছিল। যদিও সংবাদমাধ্যম বা ভক্তদের কাছে বরাবরই তারা নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে দাবি করে এসেছেন। এবার সেই প্রেমের গল্পই পূর্ণতা পাচ্ছে বিয়ের মাধ্যমে।

 

দুজনের পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমক নিশ্চিত করে জানিয়েছে, বেশ গোপনেই বিয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলেছে পরিকল্পনা। ঢাকার অদূরে একটি নিরিবিলি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

 

রাফসান সাবাব তার উপস্থাপনা ও সাবলীল বাচনভঙ্গির জন্য তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে, জেফার রহমান দেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র গায়কী ও স্টাইলের জন্য পরিচিত। দুজনের এই নতুন পথচলাকে ভক্তরা ইতিবাচকভাবেই দেখছেন।