বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

ফের তিতাসে দুর্ঘটনা, রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৭ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার

এবার ঢাকার উত্তরা–টঙ্গী সেতুর কাছে গ্যাসের পাইপলাইনের একটি ভাল্‌ভ বিস্ফোরিত হয়েছে। এতে উত্তরা, উত্তরখান ও দক্ষিণখানসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চচাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভাল্‌ভ প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

 

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এর আগে ১০ জানুয়ারি তুরাগ নদীর তলদেশে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঢাকার মিরপুর রোডে ভাল্ভ বিস্ফোরিত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। গ্যাসের স্বল্পচাপের ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

 

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

 

গত এক মাস ধরে ঢাকায় এলপিজি গ‍্যাসের সরবরাহ সংকট চলছে। দ্বিগুন দাম দিয়েও পাওয়া যাচ্ছে না। এর মধ‍্যে নিয়মিত দুর্ঘটনায় পাইপলাইন গ‍্যাসের সরবরাহ ব‍্যাহত হচ্ছে।

 

গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়। এতে এখনো মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ‍্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

 

এরপর গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্‌ভ ফেটে গিয়ে সরবরাহ বন্ধ হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। ওই দিন রাতে নতুন ভাল্‌ভ বসানোর পর আবার গ‍্যাস সরবরাহ চালু করা হয়।