রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

শোটাইম মিউজিকের পিঠা উৎসব অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৩ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার


 
শোটাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত ও অল কাউন্টি হেলথ কেয়ার প্রেজেন্টস বছরের প্রথম ও বড় পিঠা উৎসব গত রোববার ৪ঠা জানুয়ারি ২০২৬, কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হওয়া উক্ত আয়োজনে ছিলো প্রায় ৫০ রকমের বাংলার ঐতিহ্যবাহী পিঠার উৎসব। পিঠা ছাড়াও সম্প্রতি অনূষ্ঠান ঘিরে ছিল নাচ, গানসহ নানারকম চিত্ত বিনোদনের আয়োজন।  ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অল কাউন্টি হোম কেয়ার এর চেয়ারম্যান, সিফা আমিন ভুঁইয়া সাথে উপস্থিত ছিলেন মনিরা মহিউদ্দিন ডাইরেক্টর অলকাউন্টি হেলথ কেয়ার , শামীমা আক্তার ইতি কোওরডিনেটর অলকাউন্টি হেলথ কেয়ার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য , ডা: মোহাম্মদ এনামূল হক। পাওয়ার বাই এম্পায়ার কেয়ার এজেন্সির সিইও  নুরুল আজিম এবং প্রেম কালেকশন নিউইয়র্ক এর পরিচালক, ফাহাদ সোলাইমান। গ্র্যান্ড স্পন্সর ছিলো বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বাবু। সম্মানিত অতিথি ছিলেন আমেরিকান বার অ্যাসোসিয়েশন এর ডিরেক্টর এটর্নি মঈন চৌধুরী। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ কমিউনিটির বহুল পরিচিত মুখ মিয়া মোহাম্মদ দুলাল এবং বাংলদেশের অভিনয় শিল্পী ইশরাত জাহান ঈশা। পিঠা উৎসব কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ বাবু , মেম্বার সেক্রেটারি এম ডি তুহিন , প্রধান সমন্বয়ক সরোয়ার খান বাবু , পরিকল্পনায় মিয়া মোহাম্মদ দুলাল, কালচারাল ম্যানেজমেন্ট কাজল মাহমুদ , স্টেজ ম্যানেজম্যান মেহেদী হাসান সোহাগ এবং উপদেষ্টা রাশেদ আহম্মেদ, ইসতিয়াক রুমি , লায়ন আহসান হাবিব , গোলাম মিয়া কুদ্দুস এবং মনিরুজ্জামান বাবুর উপস্থিতিতে পিঠা উৎসব উদযাপন করে প্রথমে বাংলাদেশ ও আমিরিকার জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় পর পরই বন্হিশিখা সংগীত নিকেতন , শিল্পকলা একাডেমি, তারার আলো এবং আমরা সখীরা গ্রুপ পর্যায় ক্রমে কোরাস গান পরিবেশন করে, গান পরিবেশন করেন নাজু আখন্দ, রন্টি দাস, ত্রিনিয়া হাসান, কামরুজ্জামান বকুল, চন্দ্রা রায় ,শিমুল খান, ড. কামরুল ইসলাম, রোজী আজাদ , মেহজাবীন মাহবুব খুসবো , নাসির উদ্দিন , আয়েশা খান এবং রুনা রায় আরো অনেকে। ছিলেন কৌতুক অভিনেতা তরিকুল ইসলাম মিঠু । ব্যান্ডের গান পরিবেশন করেন কানাডা থেকে আগত শিল্পী সাফিন এবং তার দল। অনুষ্ঠানটি ছিলো হল ভর্তি উপচে পরা দর্শক শ্রোতাদের ভিড় ও মনোমুগ্ধকর পরিবেশ। বিভিন্ন মিডিয়ার উপস্থিতিতে বিকাল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ব্যাস্ত্যতার মধ্যে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। চ্যানেল আই এর নিউইয়র্ক প্রতিনিধি জনাব রাশেদ আহম্মেদ এর সঞ্চালনায় চ্যানেল আই সংবাদ প্রচার করে। শোটাইম মিউজিক এন্ড প্লে এর সভাপতি খায়রুল ইসলাম খোকন সমাপ্তি কালে দর্শকদের ধন্যবাদ দিয়ে বলেন আপনাদের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনাদের শতস্ফূর্ত উপস্থিতি পেলে আমরা সবসময় আপনাদের ভালো ভালো প্রোগ্রাম উপহার দিতে পারবো।