ফরিদপুর জেলা সমিতির বর্ণাঢ্য পিঠা উৎসব
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০১ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার
ফরিদপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক্ অত্যন্ত জাঁকজমক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জানুয়ারী জ্যামাইকার একটি পার্টি হলে উক্ত অনুষ্ঠানে প্রবাসী ফরিদপুর বাসীদের ছিল উপচে পড়া ভিড়। সেই সাথে ছিল সংগঠনের নেতৃবৃন্দদের পরিবারের তৈরী ঘরে বানানো নানা মুখরুচক অসংখ্য পিঠার আয়োজন। যা সচরাচর অন্যান্য অনুষ্ঠানে দেখা যায় না। ব্যাতিক্রম ছিল উপস্থিত অতিথি ও সকলের মাঝে পিঠা বন্টন এর ব্যবস্থা। সমিতির সভাপতি এম এম রমজান আলী আতিথিয়তায় সকলে মুগ্ধ ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী পিঠা তৈরিতে অংশ নেয়া সকলকে তার পক্ষ থেকে উপহার প্রদান করেন ও তাদের কাজের প্রশংসা করেন। মোঃ বুলবুল ইসলামের গ্রাম বাংলার পিঠা নিয়ে কবিতার ছন্দে ছন্দে সঞ্চালনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির দায়িত্ব পালন করেন অ্যাটর্নি মঈন চৌধুরী , বিশেষ অতিথি ছিলেন মাহফুজুল ইসলাম ভূইয়াঁ (কোষাধক্ষ , বাংলাদেশ সোসাইটি) এবং মোহাম্মদ ইউসুফ আলী (কনসালটেন্ট , সায়ান ট্যাক্স এন্ড একাউন্টিং সর্ভিস )। এদিনের পিঠা উৎসবে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন সাধারণ সম্পাদক শরীফ রাহাত আহমেদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়বুর রহমান , প্রচার সম্পাদক মোহাম্মদ সাদি ও সহযোগিতায় ছিলেন গোলাম রাব্বানী বেলাল, মোঃ হান্নান, তাহের ফারুকী , মাহাবুবুর রহমান রাসেল, স্বপন, মোঃ আরিফুজ্জামান, এনামুল হাসান, মোঃ মিজানুর রহমান, মোঃ মেহেদী হাসান পিয়াল , শেখ রহিম, এইচ এম বাইজিদ, মোঃ রানা শেখ , শেখ আমিনুর, কাজী পাইন, আলী আজাদ মিয়া , মুকুল হাসান, জিন্নাত, রোকসানা আকতার, ফারজানা আকতার, সারোয়ার হোসেন, ফুয়াদ হোসেন, মুজিবুল হাসান, পরেশ সাহা, সাখাওয়াত বিশ্বাস , মোঃ শহিদুল ইসলাম, আসাদুজ্জামান লিটন প্রমুখ । পিঠা ছাড়াও সভাপতি রমজান আলীর ব্যবস্থাপনায় ঘরোয়াভাবে তৈরী ফ্রেশ মাংসের তৈরী বিরিয়ানি দিয়ে সবাইকে ডিনারে আপ্যায়ন করা হয় । সবশেষে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিপা জামান, নির্জন, নারায়ণ বর্মন, ইউসুফ হোসেন ও কামাল। প্রচন্ড শীত উপেক্ষা করে মধ্যরাত পর্যন্ত সকলে প্রাণ ভরে অনুষ্ঠান উপভোগ করেন।
