রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

অ্যাডভোকেট শেখ আখতারুল ইসলামের দাফন সম্পন্ন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৭ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার


 
 
কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শেখ আক্তারুল ইসলাম রোববার ৪ জানুয়ারি দুপুরে নিউইয়র্কে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।   স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
সোমবার ৫ জানুয়ারি আখতারুল ইসলামকে সমাহিত করা হয় নিউইয়র্কের লং আইল্যান্ডের মাউন্ট প্লেজেন্ট সেমিট্রিতে। এর আগে আল-কোরআন মসজিদে অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠিত হয়। 
জানাজার সময় বাবার কফিনের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন মরহুমের পুত্র শেখ আরিফুল ইসলাম। কফিন আঁকড়ে ধরে অঝোরে কাঁদছিলেন পুত্রকন্যাসহ পরিবারের সদস্যরা। তাঁর ভাই শেখ আতিকুল ইসলাম কৃতজ্ঞতা জানাচ্ছিলেন বিলাপ বিচ্ছুরিত সংলাপে। জনসমাজের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে অন্তিম বিদায় উচ্চারণ করেন নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম। 
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী এক বিৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।