রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র অভিষেক

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪২ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার

 

 
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরি কমিটির বর্ণাঢ্য অভিষেক ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হলো। জামাইকাস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টের হল রুমে গত শনিবার ৩ জানুয়ারি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ। সঞ্চালনায় ছিলেন নোমান সরকার। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘটে। 
শুরুতেই নবনির্বাচিত কমিটির (২০২৬-২৭) কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। নতুন কমিটির কর্তারা হলেন শামসুদ্দিন আজাদ-সভাপতি, সিকান্দার চৌধুরী- সিনিয়র সহসভাপতি (টেক্সাস), সালেহ আহমেদ-সহসভাপতি (নিউজার্সি), মোঃ আনোয়ারুল করিম-সহসভাপতি, সফিকুল আনোয়ার চৌধুরী ববি-সহসভাপতি,নোমান সরকার-সাধারন সম্পাদক, শিবলী সাদেক-সহ সাধারন সম্পাদক,সৈয়দ আসিফ আমেদ-কোষাধ্যক্ষ, সুমিত্রা সেন-সাংগঠনিক সম্পাদক,আব্দুল্লাহ আল মাহের-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,সাদিয়া আফরোজ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রসূন ঘোষ রায়-খেলাধুলা সম্পাদক। নতুন কমিটি গঠনে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর রানা ফেরদৌস চৌধুরী। কমিশনের অপর ২ সদস্য ছিলেন প্রফেসর নোয়াব মিয়া ও মনজুর হাসান নসু। শপথ বাক্য পাঠ করান রানা চৌধুরী। 

       
     কমিটির পরিচয় পর্ব শেষে অনুষ্ঠান শুরু হয় নবনির্বাচিত সভাপতি শামসুদ্দিন আজাদের সভাপতিত্বে। এতে বক্তব্য রাখেন মাহমুদ আহমেদ, বিষনু গোপ, হাসান সরকার, আবু তালেব চান্দু, জাহাঙ্গীর হোসেন ও শিবলী সাদেক। এরপর স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।