শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৬ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

জকসুতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:০৪ এএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) শীর্ষ পদগুলোয় নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। দীর্ঘ ৩৮ বছর পর এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলকে পরাজিত করে তারা এ বিজয় অর্জন করে।

 

বুধবার দিবাগত রাতে জকসুর ৩৯টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ শেষে চূড়ান্ত ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা।

 

ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৪৬৮৮ ভোট। রিয়াজুল বিজয়ী হয়েছেন ৮৭৬ ভোটের ব্যবধানে।

 

জিএস পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির। এ পদে আব্দুল আলিম আরিফ ৫৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২২০৩ ভোট। আরিফ ৩২৬৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

 

এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৫০০২ ভোট এবং ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল ৩৯৪৪ ভোট পেয়েছেন। মাসুদ রানা ১ হাজার ৫৮ ভোটে বিজয়ী হয়েছেন।

 

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন।