বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানালের প্রভা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০১ এএম, ৭ জানুয়ারি ২০২৬ বুধবার
ফেসবুক লাইভ এসে বিয়ে, প্রেম-ভালোবাসাসহ নেটিজেনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বহুল চর্চিত টিভি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। লাইভের শুরু থেকেই ভক্তরা প্রভাকে খ্রিস্ট্রীয় নতুন বছরের শুভেচ্ছা জানাতে থাকেন।
কেউ কেউ মন্তব্যে নানা প্রশ্ন করেন। সেগুলো নিয়ে প্রভা বলেন, ‘আপনারা মন্তব্য করে প্রশ্ন করতে পারেন, আমি মন্তব্য পড়ে টুকটাক উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো-মন্দ যে মন্তব্যই করেন না কেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি খুবই অপ্রাসঙ্গিক হয়, যদি অশিক্ষিতের মতো করে কোনো মন্তব্য কেউ করেন, চেষ্টা করব সেটা অ্যাভয়েড করতে। ভালো মন্তব্যের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।’
সেখানে বেশিরভাগ ভক্ত মন্তব্য করেন বর্তমানের ব্যস্ততা কী নিয়ে সেটা জানতে, কী করছেন সেটা জানতে। তবে কেউ কেউ মন্তব্য করেন বিয়েসহ ব্যক্তিগত বিষয় নিয়ে। সেসব প্রশ্ন শুরুতে এড়িয়ে যেতে চাইলেও পরে বিয়ে প্রসঙ্গের প্রশ্নের উত্তরে প্রভা বলেন, ‘আচ্ছা ভাই, আপনার এই রকম প্রশ্ন যে ব্যাড ম্যানার, সেটা কি জানেন! বিয়ে হবে কবে, হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন? আমি তো রক্ত-মাংসের মানুষ। যেদিন যেটা আল্লাহ লিখে থাকবেন, সেদিন সেটাই হবে। এগুলো পারসোনাল ব্যাপার, এগুলো নিয়ে কাউকে প্রশ্ন না করাই ভালো। কারণ প্রতিটা মানুষই চায় সংসার করতে। সেটা আবার যেদিন লেখা থাকবে হবে।’
