ট্রাম্পের বক্তব্যকে ‘অসম্মানজনক ও অগ্রহণযোগ্য’ বললেন গ্রিনল্যান্ড
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৩ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
গ্রিনল্যান্ড সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করেন দ্বীপটির প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন।
সোমবার (৫ জানুয়ারি) রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছে, তিনি বলেছেন, 'আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমেরিকার ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু। কঠিন সময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি।'
'এই কারণেই আমেরিকার বারবার বক্তৃতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য- যখন মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডের প্রয়োজনীয়তার কথা বলেন এবং আমাদের ভেনেজুয়েলা ও সামরিক হস্তক্ষেপের সঙ্গে যুক্ত করেন, তখন এটি কেবল ভুল নয়, এটি অসম্মানজনক।'
নিলসেন জোর দিয়ে বলেন, দ্বীপটি 'মহাশক্তিধরদের বক্তব্যের বস্তু' নয়, বরং একটি জনগণ এবং একটি গণতন্ত্র- যাকে সম্মান করা উচিত, বিশেষ করে ঘনিষ্ঠ বন্ধুদের। বন্ধুদের মধ্যে হুমকি, চাপ এবং সংযুক্তির আলোচনা অগ্রহণযোগ্য।
তিনি বলেন, আমরা (গ্রিনল্যান্ড) আলোচনার জন্য উন্মুক্ত। তবে সেগুলো যথাযথ চ্যানেলের মাধ্যমে এবং আন্তর্জাতিক আইন অনুসারে পরিচালিত হতে হবে।
এর আগে রোববার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের 'জাতীয় নিরাপত্তার জন্য' প্রয়োজন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অঞ্চলটিকে 'অত্যন্ত কৌশলগত' বলে বর্ণনা করেন এবং দাবি করেন, এটি বর্তমানে রাশিয়ান এবং চীনা জাহাজে বেষ্টিত।
