বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৫ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

মাদুরো ও তার সহযোগীদের সব সম্পদ জব্দ করবে সুইজারল্যান্ড

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৫ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সহযোগীদের সম্পদ 'তাৎক্ষণিকভাবে' জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড।

 

সোমবার (৫ জানুয়ারি) লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সুইস সরকার বলেছে, 'এটি করার মাধ্যমে ফেডারেল কাউন্সিলের লক্ষ্য হলো- সম্পদের বহির্গমন রোধ করা।'

 

এদিকে, আজই মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি আটককেন্দ্র থেকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে।

 

এর আগে গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী।

 

এরপর মাদুরোকে তুলে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, 'মাদুরোর সময়ে ভেনেজুয়েলা যে অবস্থায় পৌঁছেছিল, তার চেয়ে খারাপ অবস্থায় যাওয়া দেশটির পক্ষে সম্ভব ছিল না।'