কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০২ এএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী সমকালকে বলেন, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরীভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।
ঘরোয়া ক্রিকেটের নামকরা কোচ জাকির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা দিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলামরা।
জাকির মৃত্যুতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুকে লিখেছেন, ‘জাকি ভাই, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই। বোলিংয়ের বায়োমেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনিই সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন।’
জাকির ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ছোটবেলা থেকেই আমি তাকে চিনি এবং তার সাথে আলাপচারিতার মধুর স্মৃতি আমার মনে আছে। তাঁর শেষ মুহূর্তগুলো ছিল ক্রিকেট মাঠ। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
তাসকিন লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...ঢাকা ক্যাপিটালসের আমাদের সহকারী কোচ মাহবুব আলী জাকি আজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ম্যাচের ঠিক আগে তিনি খেলোয়াড়দের সাথে ওয়ার্ম আপ করছিলেন। কোচ, শান্তিতে ঘুমাও। তার পরিবার এবং পুরো ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রতি গভীর সমবেদনা।’
জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস তার ফেসবুকে লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না মাহবুব আলী জাকি স্যার আর নেই। অনূর্ধ্ব-১৯ দিনগুলোতে তার কাছ থেকে শেখার সৌভাগ্য আমার হয়েছিল। খেলার প্রতি তার আবেগ ও নিবেদনের জন্য তখন থেকে এখন পর্যন্ত সবসময় তাকে গভীর শ্রদ্ধা করেছি। এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই এটি একটি অবিস্মরণীয় এবং হৃদয়বিদারক দিন।’
বিগ ব্যাশ খেলতে এখন অস্ট্রেলিয়ায় আছেন রিশাদ। সেখান থেকেই জাকির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এই লেগস্পিনার। রিশাদ লিখেছেন, ‘সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জ্যাকি স্যার আর আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব ১৯ দলের একটা আলাদা ভালোবাসার যায়গা ছিলো। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। সত্যিই আমরা আল্লাহর। আমরা তাঁর কাছেই ফিরে যাব।’
শোক জানাতে গিয়ে শরিফুল লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না–আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়; প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’
জাতীয় দলের এক সময়কার নিয়মিত মুখ রুবেল হোসেন লিখেছেন, ‘মাঠেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন ঢাকার সহকারী কোচ, জাকি ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কতটা সত্য মৃত্যু কতটা অনিবার্য এই সংবাদটা খুবই হৃদয়বিদারক, আল্লাহতালা আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানটি নসিব করুন আমীন।’
মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘পেসার হান্টের মাধ্যমে যখন সুযোগ পাই, তখন মাহবুব আলী জাকি স্যারই ছিলেন আমার প্রথম পেস বোলিং কোচ। ক্যারিয়ারের নানা সময়ে তিনি আমাকে অসংখ্যবার সাহায্য করেছেন। জাকি স্যারের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
নারী দলের ক্রিকেটার জাহানারা আলম লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোচ মাহবুব আলী জাকি স্যারের মৃত্যুসংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি আমার একজন পেস বোলিং কোচ ছিলেন, তার সঙ্গে অনুশীলনের মধুর স্মৃতিগুলো আজ মনে পড়ছে। তার জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে ক্রিকেট মাঠেই, যা তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করুন, আমিন।’
পেসার এবাদত হোসেন চৌধুরী লিখেছেন, ‘একজন মেন্টর, একজন পথপ্রদর্শক এবং এমন একজন মানুষ। যিনি ক্রিকেটের জন্যই নিবেদিতপ্রাণ ছিলেন। শান্তিতে ঘুমান, মাহবুব আলী জাকি স্যার। আপনার শিক্ষা এবং রেখে যাওয়া আদর্শ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।’
ইমরুল কায়েস লিখেছেন, ‘ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, যিনি মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
