জামায়াতের সাথেই এনসিপির নির্বাচনী জোট
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪০ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
জামায়তের সাথে এনসিপির আসন ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। অবশেষে ৩০টি আসন ছেড়েছে জামায়াতে ইসলামী এ নির্বাচনী ঐক্যের কথা স্বীকার করেছেন জামায়াত নেতা আবু তাহের। দু-একদিনের মধ্যে ঘোষণা আসছে। একটি সূত্র মতে, জামায়াত এনসিপির জন্য ৩০টি আসন ছাড়ার পাশাপাশি নির্বাচনী খরচেরও যোগান দেবে।
বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের ফেইসবুক পোস্টে লেখেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতাকর্মীদের আশা আকাক্সক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। “সবকিছু ঠিকঠাক থাকলে আ জবা কাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, “এনসিপির সঙ্গে দীর্ঘ দিন ধরেই জোট গঠনের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। এখন দেখা যাক কি হয়, জোট হলে আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।”
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, জোট গঠনের ঘোষণা ‘দুয়েক দিনের মধ্যেই’ আসতে পারে।
