সৌদি আরবে বিরল তুষার, মরুভূমি ঢাকা সাদা চাদরে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১১:৪৪ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার
উত্তর সৌদি আরবের কিছু এলাকায় বিরল শীতের ঝড়ের প্রভাবে তৈরি হয়েছে এক অপ্রত্যাশিত দৃশ্য। মরুভূমি শহর হাইল সাদা তুষারের চাদরে ঢেকে গেছে। আরব উপদ্বীপে প্রবল শীতল হাওয়ার কারণে এই অস্বাভাবিক আবহাওয়া দেখা দিয়েছে, যার ফলে উত্তরের কিছু অঞ্চলে তাপমাত্রা প্রায় মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। স্থানীয়রা এই তুষারপাতকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন, অনেকের দাবি, প্রায় ত্রিশ বছর ধরে তারা এমন দৃশ্য দেখেননি।
তুষারপাতের প্রভাবে তাবুক অঞ্চল এবং 'আমন্ড মাউন্টেন' হিসেবে পরিচিত জাবাল আল-লাউজ পাহাড়েও ঘন কুয়াশা, প্রবল বাতাস ও ভারী তুষারপাত লক্ষ্য করা গেছে। তুষারঢাকা রাস্তাগুলোর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে, যা প্রথমে অনেককে অবিশ্বাস্য মনে হয়েছে। তবে জাতীয় আবহাওয়া কেন্দ্র এই ঘটনা নিশ্চিত করেছে এবং পূর্বেই হালকা তুষারপাত, কুয়াশা ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছিল। এছাড়া কেন্দ্র কাসিম ও উত্তর রিয়াদ অঞ্চলেও সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
শীতকালে এই অঞ্চলের উঁচু পাহাড়ি এলাকায় হালকা তুষারপাত স্বাভাবিক হলেও, শহরের রাস্তায় তুষার জমা হওয়া হাইলের জন্য বিরল ঘটনা। এই বিরল দৃশ্য পর্যটক ও স্থানীয়দের আকর্ষণ করেছে এবং মরুভূমিকে এক নাটকীয় শীতের রূপে পরিণত করেছে।
