‘ইন্দুবালা ৩’র ভিডিও নিয়ে আসছেন বাবু
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু গানেও বেশ পারদর্শী। নিজের অ্যালবাম পাশাপাশি এ অভিনেতা সিনেমাতেও প্লেব্যাক করেছেন। বাবু 'মনপুরা' সিনেমায় দুইটি গান গাওয়ার মাধ্যমে সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম একক সঙ্গীত অ্যালবাম 'ইন্দুবালা' প্রকাশ হয় ২০০৯ সালে। এর আগেও তিনি মিশ্র অ্যালবামে গান করেছেন।
তার গাওয়া ‘ইন্দুবালা’ গানের ধারাবাহিকতা এরই মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ‘ইন্দুবালা’ ও ‘ইন্দুবালা ২’র পর এবার ‘ইন্দুবালা ৩’ এর মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি।
দেলোয়ার আরজুদা শরফের কথায় এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত। গানটিতে মডেল হয়েছেন আজিজ ও আদিবা। আর ভিডিওটি নির্মান করেছেন সামছুল হুদা।
গানটি সম্পর্কে ফজলুর রহমান বাবু বলেন, ‘ইন্দুবালা’ গানের সিরিজ শ্রোতারা দারুণ পছন্দ করেছে। তাদের কথা ভেবেই ‘ইন্দুবালা ৩’ প্রকাশ করা। এবার প্রকাশ হচ্ছে গানের ভিডিও। আশা করি, দর্শকদের ভালো লাগবে।
গানটি সম্পর্কে সামছুল হুদা বলেন, ‘ইন্দুবালা ’ ও ‘ইন্দুবালা-২’ গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘ইন্দুবালা ’ সিরিজের গান ‘ইন্দুবালা-৩’। তাই এ গানটার মিউজিক ভিডিও খুব সময় নিয়ে বানানো হয়েছে। আশাকরি মিউজিক ভিডিওটি দর্শকরা খুব ভালো ভাবে গ্রহন করবে।
জানা গেছে আসছে ইংরেজী নববর্ষ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান রনস্ মিউজিক-এর ব্যানারে ‘ইন্দুবালা-৩’ গানের মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।
