শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

জ্যাকসন হাইটসে মামদানির ফান্ডরেইজিং

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৬ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার


 
 
নিউইয়র্ক সিটির মেয়র মামদানির ট্রানজিশন টিমের জন্য ফান্ডরেইজিং অনুষ্ঠান গত ১৩ ডিসেম্বর বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ‘ঠিকানা কমিউনিটি হাব’-এ অনুষ্ঠিত হয়। বাংলাদেশি কমিউনিটির দুই শতাধিক শীর্ষস্থানীয় ব্যক্তির এ অনুষ্ঠানে জোহরান মামদানি নিজেও  অংশ নেন। তিনি তাদের সবার সাথে হাত মিলিয়েছেন। সবার আন্তরিক উপস্থিতিতে নবনির্বাচিত মেয়র ছিলেন দারুণ উৎফুল্ল।  ট্রানজিশন কার্যক্রম জোরদার ও সফল করতে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির আগমনের মধ্যে দিয়ে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সরাসরি যোগাযোগ ও  সিটির প্রশাসনিক প্রস্তুতি আরো একধাপ এগিয়ে গেলো।
জোহরান মামদানি অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে সবাই করতালি দিয়ে স্বাগত জানান। মামদানি হাত উঁচিয়ে সবাইকে অভিবাদন জানান। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যে মামদানি বলেন, সবার সহযোগিতা ছাড়া মেয়র হিসেবে জয়লাভ করা সম্ভব হতো না। এখন সবাইকে নিয়ে স্বপ্নের ও সাধ্যের নিউইয়র্ক সিটি গড়ে তুলবো। এজন্য সবার সহযোগিতা চান। আধুনিক, স্বপ্ন ও সাধ্যের নিউইয়র্ক সিটি গড়ে তুলতে সবার মতামত ও পরামর্শ নিচ্ছেন। নগরবাসীও তাকে ভালোবেসে বাড়িয়ে দিচ্ছেন পূর্ণ সহযেগিতার হাত। ট্রানজিশনাল টিমের জন্য অর্থ সংগ্রহ লক্ষমাত্রা পূরণের শেষ ধাপে নিয়ে আসতে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত মেয়র। 
ট্রানজিশন ফান্ডরেইজিংয়ে অধিকাংশ অংশগ্রহণকারী অনলাইনে তাদের ডোনেশন প্রদান করেন, যা সরাসরি ট্রানজিশন ফান্ডে যুক্ত হয়। এ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন কমিউনিটি নেতা, পেশাজীবী এবং রাজনৈতিক সচেতন ব্যক্তিরা।
প্রবীণ ও নবীনের সমন্বয়ে ট্রানজিশন ফান্ডরেইজিংয়ের আয়োজক হিসাবে ছিলেন ১৫ জন। তারা হলেন- লায়ন শাহ নেওয়াজ, মীর মাসুম আলী, ড. দেবী ও নাজি আলমনতাসের, গুরচরণ সিং বারিং, রাহেলা আলম, জুলফি জাফরি, ড. সালমা কাউসার, আহমেদ খাত্তাক, ইমাম খালিদ লতিফ, আফতাব মান্নান, ইউসুফ মুবারেজ, আলিজ মুহাম্মদ, ড. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, আলী রশিদ, মুশরাত শাহীন অনুভা, হিম্মত সিং এবং ড. উজমা সৈয়দ।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, ঠিকানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সিওও এবং রিভোরটেল-এর কো-ফাউন্ডার মুশরাত শাহীন অনুভা, ঠিকানা কমিউনিটি হাব এবং রিভারটেল-এর কো-ফাউন্ডার ও সিইও রুহিন হোসেন, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন, জর্জিয়া স্টেট সিনেটর নাবিলা ইসলাম, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিপ, তার সহধর্মিনী ফারহানা হানিপ, নারী নেত্রী অধ্যাপিকা হুসনে আরা, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী, মেয়র ট্রানজিশন টিমের সদস্য শাহরিয়ার রহমান ও শামসুল হক, রিভারটেল-এর কো-ফাউন্ডার ইয়াসির আরাফাত ও হেড অব সেলস জেনিশ বোরা, বিশিষ্ট চিকিৎসক শামীম আহমেদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি এরশাদুর সিদ্দিক, মিডিয়া লিয়াজোঁ জামিল সারোয়ার জনি, বাংলাদেশি আমেরিকান অ্যাথলেট মাহদী সিদ্দিকী, ঠিকানা গ্রুপের পরিচালক নাদিয়া শাহীন, লায়ন আহসান হাবিব, বিশিষ্ট রিয়েলটর আসিফ চৌধুরী ও তার পরিবার, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি আহনাফ আলম, বিশিষ্ট ব্যবসায়ী তাওহীদ মুন্না প্রমুখ।