২১ মুক্তিযোদ্ধাকে সন্মাননা দিল ব্রংকস বাংলাদেশি এসোসিয়েশন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৪ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
ব্রংকস বাংলাদেশী এসোসিয়েশন (বিবিএ) উৎসব মুখর পরিবেশে উদযাপন করলো মহান বিজয় দিবস। গত ১৫ ডিসেম্বর সোমবার পার্কচেষ্টারে আল আকসা পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম।
বিজয় দিবসের এ অনুষ্ঠানে ২১ জন বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়। সন্মানা প্রাপ্ত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন লিয়াকত আলী, নাসির উদ্দীন, আব্দুস সালাম, মনজুর আহমেদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহ জাহান, মুন্সী বশীর উদ্দীন, সৈয়দ আব্দুল মতিন,জিল্লুর রহমান, আব্দুর রৌফ মিয়া, তোফায়েল আহমেদ চৌধুরী, শহিদুল ইসলাম ও বিজয় কৃষ্ন সাহা।
বক্তব্য রাখেন এম এন মজুমদার, আব্দুর রহিম বাদশা, প্রফেসর সানাউল্লাহ, কমিউনিটি লিডার জামাল হোসেন, জামাল উদ্দীন চেয়ারম্যান, লিংকন সাইকেলওয়ালা, মাকসুদা আহমেদ, ফাহমিদা চৌধুরী, সালমা সুমি, ফারজানা ইয়াসমিন, ফার্মিস আক্তার, প্রিন্স রহমান, আবুল হাসেম, মোঃ আর রহমান, আনোয়ার জাহিদ, বোরহান উদ্দীন, আরিফ রেজা, মামুন আহমেদ, ফরিদা ইয়াসমীন, মাসুম আহমেদ, আহমেদ মাসুদ রহমান,বিলাল উদ্দীন, মোঃ আলাউদ্দীন ও ফারজানা ইয়াসমীন। ডিনার ও সংগীতের মাধ্যমে অনুষ্ঠান টি শেষ হয় । সংগীত পরিবেশন করেন নিউইয়র্কর জনপ্রিয় সংগীত শিল্পী সাকিলা রুনা, বাবলা ও শারমীন।
