গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ‘শীত বস্ত্র বিতরণ’
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২৬ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ‘শীত বস্ত্র বিতরণ’ অনুষ্ঠিত হলো। গত ১৩ ডিসেম্বর শনিবার জামাইকার আর্চি স্পিগনার পার্কে ‘কমিউনিটি ব্লাংকেট ড্রাইভ’ নামে কম্বল/শীত বস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজের প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোম কেয়ার এই মহতি উদ্যোগের আয়োজন করে। প্রায় ২ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
বেলাল আহমেদ ও অনিক রাজের নেতৃত্বে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোয়ারুল ইসলাম, ফরিদ আলম, বদরুদ্দোজা সাগর, সিজার রহমান, আফরোজা ইসলাম ও কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডের প্রতিনিধি প্রকৌশলী সাদেকুর রহমান।
