সিনেটে লড়তে চান বাংলাদেশি আমেরিকান কারিশমা মঞ্জুর
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৫ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
বাংলাদেশি আমেরিকান কারিশমা মঞ্জুর নিউ হ্যাম্পশায়ার থেকে সিনেট লড়বেন। আগামী নভেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীতা ঘোষণা করেছেন ডেমোক্র্যাটিক পার্টির হয়ে। তবে নভেম্বরের নির্বাচনের আগে নিজ দল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হবে। লড়তে হবে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে। সেখানে তিনি জয়লাভ করলেই সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিক্যান প্রার্থীর বিরুদ্ধে। এই আসনে বর্তমানে ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর শাহীন এবার নির্বাচন করছেন না। এই শূন্য আসনেই মঞ্জুর নির্বাচন করতে চান। ইতোমধ্যেই কারিশমা মঞ্জুর প্রচারণা শুরু করেছেন। শুধু সেটেটের ভেতরেই নন। পার্শ্ববর্তী স্টেটে গিয়ে মত বিনিময় ও ফান্ডরেইজ করছেন।
গত ১২ ডিসেম্বর নিউইয়র্কের ব্রংকসের হাসান চাইনিজ রেষ্টেুরেন্টে একটি মতবিনিময় সভা করেছেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে। এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এন মজুমদার, জাকির চৌধুরী সিপিএ, বেলাল হোসেন, এম এ ইসলাম মামুন, রেজা আব্দুল্লাহ, কামাল উদ্দীন, আরিফ রেজা, ডিটেকটিভ মাসুদ,ওয়াহিদ জাকি ও মোহাম্মদ আলী।
