সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ব্রুকলিনে ‘মনি মেডিকেল কেয়ার’র শুভ উদ্বোধন আজ শুক্রবার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৪ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার


 
 
ব্রুকলিনে ‘মনি মেডিকেল কেয়ার’র উদ্বোধন আজ ১২ ডিসেম্বর শুক্রবার। লিটল বাংলাদেশ খ্যাত চার্চ-ম্যাকডোনাল্ডের প্রানকেন্দ্র ১১৩ চার্চ এভিউনিউতে শুক্রবার সকাল ১০টায় এই মেডিকেল কেয়ার উদ্বোধন হবে। প্রতিষ্ঠিানটির সিইও  ডা. রেজোয়ানা কবির, ডিও কমিউনিটির সদস্যদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন। মনি মেডিকেল কেয়ার হবে কমিউনিটির নির্ভরযোগ্য ও সেবা প্রদানের আধুনিক প্রতিষ্ঠান। বাংলাদেশি-আমেরিকান ডা. রেজোয়ানা কবির, ডিও’র পরিচালনায় মনি কেয়ারে শারীরিক চেকআপ, হাইব্লাডপ্রেসার, কোলেস্টোরেল, ডায়াবেটিস,অ্যাজমা, শিশুরোগ, ব্লাড, ইউরিন, প্রেগন্যান্সি টেস্ট ও ভ্যাকসিন প্রদানসহ সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হবে।