কুইন্স বাংলাদেশ সোসাইটি’র অভিষেক অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৮ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুইন্স বাংলাদেশ সোসাইটি’র নতুন কমিটির অভিষেক। গত ২৬ নভেম্বর রাতে নিউইয়র্ক লাগোর্ডিয়া এয়াপোর্ট সংলগ্ন ডাবল ট্রি বাই হিলটনের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
কুইন্স বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি শামস উদ্দিনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা হকের পরিচালনায় অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড সদস্য আজিমুর রহমান বোরহান, সিনিয়ার সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কুইন্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, ঢাকা জেলা এসোসিয়েমনের সভাপতি ও গ্র্যান্ড স্পন্সর দুলাল বেহেদু, ফোবানার এক্সিকিউটিভ জয়েন্ট সেক্রেটারী শাহাব উদ্দিন সাগর, বৃহত্তর কুমিল্লা সোসাইটির নবনির্বাচিত সভাপতি ইউনুস সরকার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, আয়োজক সংগঠনের উপদেষ্টা মুজিব আহমেদ জেন্টু, নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মাসুদুল হক ছানু, সহ সভাপতি জে মোল্লা সানি সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরপরই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।
জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুইন্স বাংলাদেশ সোসাইটির সদস্যরা ছাড়াও কমিউিিনটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
সংগঠনের ২০২৬-২০২৭ সালের জন্য নির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অভিষিক্তরা হলেন : সভাপতি কাজী তোফায়েল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাসুদুল হক ছানু, সহ সভাপতি জে মোল্লা সানি, সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার, প্রচার ও দপ্তর সম্পাদক জাবেদ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইসমত জাহান পলি, ক্রীড়া সম্পাদক কয়েস আহমেদ, সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মো. আবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা হক, কার্যকরী সদস্য শামস উদ্দিন, আজিমুর রহমান বোরহান, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, আবুল ফজল লিটন, সৈয়দ এনায়েত আলী, তরিকুল ইসলাম বাদল এবং মো. নওশাদ হায়দার।
