শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

পরিচালক সমিতির নির্বাচন ২৫ জানুয়ারি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি। ১৯৮১ সালে আলমগীর কুমকুম ও আমজাদ হোসেনের হাত ধরে শুরু করা এ সংগঠনের ৩০ তম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার। আর এই নির্বাচনকে ঘিরে সরগরম বিএফডিসি প্রাঙ্গন।

সোমবার বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। যেখানে ১৯টি পদের বিপরীতে মনোনয়ন সংগ্রহ করেছেন ৭৬জন প্রার্থী। এ সময় তাদের মুখে যেমন ছিলো নানা প্রতিশ্রুতি তেমনি ভোটাররা জানিয়েছেন প্রত্যাশার কথা।

এ নির্বাচন কমিশনের চোয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু জানিয়েছেন, এরই মধ্যে ৭৬ টি মনোনয়ন বিক্রি হয়েছে। যে নির্মাতারা মনোনয়ন কিনেছেন তারা প্রত্যেকেই দেশের সৃজনশীল কাজের সঙ্গে জড়িত। তাদের এ নির্বাচনে আগে কোনো দিন বিশৃঙ্খলা হয়নি, আশা করছি সামনেও হবে না। এবারে হবে সুষ্ঠু নির্বাচন।

 

এবারের নির্বাচনে বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন একই প্যানেলে নির্বাচন করবে। তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বাদল খন্দকার ও বজলুর রাশেদ চৌধুরী। এছাড়াও মহাসচিব পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে সাফি উদ্দিন সাফি।

দেশীয় চলচ্চিত্রের দুর্দিনে নতুন নেতৃত্বের অপেক্ষায় সাধারণ পরিচালকরা। তাই ভোটাররা চাইছেন, যারা এই শিল্পকে ভালোবেসে কাজ করবেন ভোটের রায় তাদের পক্ষেই যাবে।

এদিকে আগামী ১৩ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের পর পরিচালক সমিতির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।