শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২১ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

নিউইয়র্কে ‘অর্থহীন’ মাতালো দর্শক-শ্রোতাদের

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৩ এএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার


     

 
আমেরিকায় সফররত বাংলাদেশের নতুন প্রজন্মের জনপ্রিয় মিউজিক ব্যান্ড  গ্রুপ ‘অর্থহীন’ নিউ ইয়র্কে তাদের প্রথম কনসার্ট সাফল্য জনকভাবে সম্পন্ন করেছে।  গত ৩০ নভেম্বর রোববার ফ্লাশিং এর  হোলি এভিন্যুর একটি অডিটোরিয়াম এ সারাদিন ঝির ঝির বৃষ্টি উপেক্ষা করে প্রচুর শ্রোতা উপস্থিত হয়ে কনসার্ট উপভোগ করেন। কনসার্টের আয়োজক, কলাকুশলীবৃন্দ, দলনেতা সুমন  ও গ্রান্ড স্পন্সর রায়হান জামান, এনাম চৌধুরী , নাসরিন আহমেদ, পারভেজ , সাঈদ ইমাম বুল্বুল ছাড়াও অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সাদিয়া খন্দকার এর সঞ্চালনায়  অনুষ্ঠানের শুরুতেই রাফি আলম ও তার দল "ওরে নীল দরিয়া " গানটি পরিবেশন করেন।  তারপর একে একে প্রয়াত আইয়ুব বাচ্ছুর স্বরণে "সেই তুমি কেন ",, আজম খানের  "রেল লাইন এর বস্তিতে " গানগুলি পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন। এরপর মঞ্চে উঠেন  তানজির তুহিন তিনি  জেমস এর ভেবে দেখেছো কি গানটি দক্ষতার সাথে গেয়ে হল ভর্তি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিষ্ঠাতা ও দলনেতা সুমন একে একে পরিবেশন করেন তাদের জনপ্রিয় গানগুলি মোটকথা সবাই তাদের বেস্ট পারফর্মেন্স দিয়ে সকলের প্রশংসা অর্জন করেন। এক কথায় ‘অর্থহীন’ নিউ ইয়র্কে প্রথম অনুষ্ঠানে দর্শক শ্রোতার ভালোবাসায় সিক্ত হয়ে সফলতা অর্জনে সামর্থ হন। আমেরিকার সান দিয়াগো শহরে আগামী ১৪ ই ডিসেম্বর  শেষ কনসার্টের পর তারা দেশে ফিরে যাবেন বলে অর্থহীনের প্রধান সুমন জানিয়েছেন।