তথ্যমন্ত্রীকে শুভেচ্ছো জানালেন প্রযোজক-পরিচালকরা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
একাদশ সংসদে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন সোমবার। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আজ মঙ্গলবার প্রথম দিনের মতো অফিস করেছেন তারা। এবারের মন্ত্রিসভায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ এমপি।
এর পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) দুপুরেই নবনিযুক্ত এই তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালক-প্রযোজকরা।
সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে তথ্য সচিব আব্দুল মালেকসহ পরিচালক সমিতির হয়ে এসময় উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক আবদুস সামাদ খোকন, শাহ আলম কিরণ, শাহীন সুমন, কবিরুল ইসলাম রানা, কমল সরকার, শাহীন কবির টুটুল, প্রযোজক খোরশেদ আলম খসরু, শামসুল আলম প্রমুখ।
এর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রথমদিন অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেছেন।
মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন রয়েছে। প্রধানমন্ত্রী যখন প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তখন থেকেই বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয়। তথ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে অনলাইন মিডিয়ার যে ব্যাপক বিকাশ ঘটেছে, সেটি শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগের মাধ্যম প্রচণ্ড শক্তিশালি হয়েছে, সেটিও শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছেন।
তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সব চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। স্কুল জীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করবো। সাংবাদিকদের অনেকগুলো সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করব।
