বৃহস্পতিবার   ০৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২০ ১৪৩২   ১৩ জমাদিউস সানি ১৪৪৭

আগামী সপ্তাহে টাকা পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০১ এএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

একীভূতকরণ প্রক্রিয়াধীন শরিয়াভিত্তিক পাঁচ ইসলামি ব্যাংকের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে। আগামী সপ্তাহ থেকেই নতুন নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ পরিচয়ে গ্রাহকদের টাকা প্রদান কার্যক্রম শুরু হবে। এর আগে দেশজুড়ে পাঁচ ব্যাংকের সব সাইনবোর্ড পরিবর্তন করা হবে।

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, একীভূত ব্যাংকটির প্রাথমিক কার্যক্রম দ্রুত এগোচ্ছে এবং আগামী সপ্তাহেই গ্রাহকরা টাকা তুলতে পারবেন।

 

সূত্র জানায়, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। প্রথম পর্যায়ে আমানত বিমা তহবিলের আওতায় প্রতি আমানতকারীকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি হিসাব থেকে আপাতত এই টাকা উত্তোলন করা যাবে। শুধু ব্যক্তিগত আমানতকারীরাই এই সুবিধা পাবেন।

 

গত রবিবার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নতুন এই ব্যাংকটি সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংক; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে অধিগ্রহণ করবে।

 

এ জন্য মতিঝিলের সেনা কল্যাণ ভবনে নতুন ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি। অনুমোদিত মূলধন নির্ধারণ হয়েছে ৪০ হাজার কোটি টাকা। ইতোমধ্যে সরকারের বরাদ্দকৃত ২০ হাজার কোটি টাকা ছাড়ও করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সরকারের অর্থসহায়তা এবং অনুমোদন প্রক্রিয়া শেষ হওয়ায় একীভূতকরণে আর কোনো বাধা নেই। বর্তমানে স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব নিয়োগ প্রক্রিয়া চলছে।

 

ব্যাংক পাঁচটিতে এক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একাধিক হিসাব অথবা পরিচয়পত্র ছাড়াই হিসাব পরিচালনার ঘটনা পাওয়া গেছে। এ অবস্থায় প্রাথমিকভাবে শুধু পরিচয়পত্রযুক্ত একটি হিসাব থেকেই দুই লাখ টাকা তোলার সুযোগ দেওয়া হবে। পরবর্তী ধাপে বড় অঙ্কের টাকা উত্তোলন সম্ভব হবে।

 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সব শাখায় একযোগে টাকা বিতরণ শুরু হবে না; ধাপে ধাপে প্রতিদিন ভিন্ন ভিন্ন শাখা থেকে টাকা প্রদান করা হবে। তিনি বলেন, আমরা চাই না গ্রাহকরা আতঙ্কে টাকা তুলতে ছুটে আসুন। সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত সম্পূর্ণ নিরাপদ।