শনিবার   ২৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৪ ১৪৩২   ০৮ জমাদিউস সানি ১৪৪৭

কমিউনিটিতে উৎসবের আমেজে থ্যাংকসগিভিং পার্টি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৭ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার


 

 
আমেরিকানদের একটি বিরাট উৎসব হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে।এটি কোন ধর্মীয় উৎসব নয়,ঐতিহাসিক।রেড ইন্ডিয়ানরা এ উৎসবের সূত্রপাত করলেও এখন তা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে । কানাডা এবং অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গাতেও দেখা যায় । কানাডাতে অক্টোবরের দ্বিতীয় সোমবার এবং আমেরিকায় নভেম্বরের শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে পালন করা হয় ।
প্রথম থ্যাঙ্কস গিভিং ডে কবে পালন করা হয় সঠিকভাবে তা কেউও জানে না । তবে বেশির ভাগ আমেরিকানরা মনে করেন,প্রথম পালন করা হয় ১৬২১ সালে ছোট শহর নর্থ আমেরিকা  পিলিমাউতে এবং আব্রাহাম লিংকনের সময় অন্য রুপ দেয়া হয় ।অর্থ্যাৎ জাতীয় ন্যাশনাল হলিডে হিসেবে চিহ্নিত করা হয় । দেখা যায় ৪৬.৩ মিলিয়ন আমেরিকান ৫০ মাইল অথবা তারও বেশি ট্রাভেল করে বন্ধু বা পরিবারের সাথে ডিনার করতে যায় ।বছরের অন্য দিনের চেয়ে থ্যাঙ্কস গিভিং ডে তে বেশি খাবারের ব্যবস্থা করা হয় এবং খাবারের প্রধান আর্কষণ থাকে টার্কি।
সময়ের সাথে সাথে বাংলাদেশীদের মাঝেও থ্যাঙ্কস গিভিং ডে পালন ব্যাপক উৎসবের রুপ নিয়েছে। নিউইয়র্কে গত ২৬ নভেম্বর বুধবার এমনই একটি থ্যাংকস গিভিং পাটিং অনুষ্ঠিত হলো উডসাইডের কুইন্স প্যালেসে। সাপ্তাহিক ইনকিলাব ও নিউইয়র্ক এডাল্ট ডে কেয়ার প্রেজেন্ট এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন কমিউনিটির সাংস্কৃতিক কর্মি আজাজুল ইসলাম নাঈম। অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ ও ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান সেলিম. মোহাম্মদ আলী, মহিউদ্দীন দেওয়ান,নুরুল আজিম, ড. আবু যুবায়ের দারা, ফাহাদ সোলয়মান,আহসান হাবিব,গীতিকার মাহফুজুর রহমান, ইশতিয়াক রুমি, হাসান জিলানী, ও আব্দুর রশিদ বাবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনিয়া। 
পুরো অনুষ্ঠান উৎসবমুখর করে রেখেছিলেন স্থানীয় শিল্পীরা। তাদের মধ্যে ছিলেন রানো নেওয়াজ, অনিক রাজ, প্রেমা রহমান ও অংকন লাসমিন।