‘অর্থহীন’ ব্যান্ড-এর কনসার্ট ৩০ নভেম্বর
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৫ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’ আমেরিকার বিভিন্ন অঙ্গ রাজ্যে সাফল্যজনক কনসার্ট শেষে আগামী ৩০ নভেম্বর রোববার নিউইয়র্কে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। কনসার্ট নিয়ে বিস্তারিত আলোচনা ও মতামত এবং কনসার্ট সাফল্য করার লক্ষ্যে গত ২৪ নভেম্বর সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং কনসার্ট নিয়ে বিস্তারিত জানান আয়োজক ন্যাশনাল প্রমোটর মিউসিক বাংলা বোস্টন এর স্বত্বাধিকারী পারভেজ , টাইটেল স্পন্দর উৎসব গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও রায়হান জামান, সহযোগী আয়োজক ইভেন্ট ও এস এ এন্টারটেইনমেন্ট এর প্রেসিডেন্ট ও সিইও এনাম চৌধুরী , পিঙ্ক নয়েজ এর সিইও আরিফুজ্জামান আরিফ, এই আর এন্টারটেইনমেন্ট এর সায়ীদ ইমাম বুল্বুল, ইমিগ্রেশন কনসালটেন্ট নাসরিন আহমেদ, শামীম ইয়াসিন এবং ‘অর্থহীন’ ব্যান্ড-এর কর্ণধার সুমন। জনপ্রিয় টিভি ও মঞ্চ উপস্থাপিকা সাদিয়া খন্দকার এর সঞ্চালনায় মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনরা তাদের বক্তব্যে ৩০ নভেম্বর এর নিউ ইয়র্কের ‘অর্থহীন’ ব্যান্ড-এর অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। সেই সাথে ব্যান্ডের বিভিন্ন এলবাম ও কনসার্টের সফলতা প্রসঙ্গে আলোচনা করেন। উল্লেখ্য সুমন ১৯৯৪ সালে বিভিন্ন ব্যান্ড থেকে ৮ জন শিল্পী নিয়ে অভিশ্রুতি রেকর্ডিং স্টুডিওতে তার একক এলবাম ‘সুমন ও অর্থহীন’ এর কাজ শেষ করেন। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার প্রকাশিত সবগুলি এলবামই সাফল্যের মুখ দেখতে পায়। সংবাদ সম্মেলনে সুমন জানান, তার অনেক দিনের প্রত্যাশা ছিল নিউইয়র্কে একটি প্রোগ্রাম করা। আগামী ৩০ নভেম্বর তার সে প্রত্যাশা পূরণ ও সার্থক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং এ ব্যাপারে তিনি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা কামনা করেন। এবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ১৪৩-০৯ হোলি এভিনিউ'র কমিউনিটি সেন্টার এর অডিটোরিয়াম হল। টিকেট প্রাপ্তি স্থান ‘সুলেখা ডট কম’ থেকে অগ্রিম অথবা শো এর দিন কাউন্টার থেকেও নেয়া যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
