ভোটার নিবন্ধন নিয়ে প্রবাসীদের হতাশা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৮ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার প্রবাসীদের ভোট গ্রহণের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ২৪ নভেম্বর থেকে শুরু হয়েছে। আজ ২৮ নভেম্বর তা শেষ হয়ে যাবে। নিবন্ধনকারিরাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে মাত্র ৫ দিন নিবন্ধনের সুযোগ থাকায় বহু প্রবাসী ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। দূতাবাস ও কনস্যুলেট সূত্রে জানা গেছে, ভোটার নিবন্ধেনের হার খুবই কম। নিউইয়র্কেও একাধিক প্রবাসী আজকালকে বলেছেন, অ্যাপস, ওয়েসাইট ও টেকনিক্যাল জটিলতার কারনে অনেকেই ন্যাশনাল আইডি থাকার পরও ভোটার নিবন্ধন করতে পারেন নি।
এদিকে অ্যাপ চালুর পর ৭ দিনে প্রবাসী ভোটারদের নিবন্ধন সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ইসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা নিবন্ধন করবেন তাদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ইসির ওয়েব সাইট থেকে এসব তথ্য জানানো হয়।
ইসির ওয়েবসাইট থেকে আরো জানা যায়, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৩২ হাজার ৭৯৩ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ হাজার ৪৯৯ জন, নারী ভোটার ৪ হাজার ২৯৪ জন। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ৫০ লাখ প্রবাসী ভোটারের মাত্র ৩২ হাজার ভোটার নিবন্ধন মূসিক প্রসবের মতোই। নির্বাচন কমিশনের উদাসিনতা ও টেকনিক্যাল জটিলতার কারনে প্রবাসীরা নিবন্ধিত হতে পারেন নি।
গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আর ২৩ নভেম্বর রাত ১২টার পর (২৪ নভেম্বর) শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন, যা চলবে একই সময় পর্যন্ত।
এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভোটারের তথ্য কতটা সুরক্ষিত থাকবে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সিস্টেমে এই ডেটা লিকের সম্ভাবনা কম। ভোটারদের কোনও তথ্য যেন লিক না হয়, সে জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।’
