শনিবার   ২৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৪ ১৪৩২   ০৮ জমাদিউস সানি ১৪৪৭

একদিনে তিনবার ভূমিকম্প বাংলাদেশে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩১ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার


 
ঢাকা, সিলেট ও কক্সবাজারে একদিনে তিনবার আবার ভূকম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক দেখা দেয় নগরবাসির মাঝে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্প ছিল ৩.৬ মাত্রার। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায়। এর আগে একই দিন ভোরের দিকে সিলেটে ও কক্সবাজারের টেকনাফে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিকালের ভূমিকম্পটি ছিল স্বল্প মাত্রার। এর আগে গত শুক্রবার ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা এবং এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। গত শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। শুক্রবারের ভূমিকম্পে ১১ জন নিহত হয়। আহত হয়েছে প্রায় ১ হাজার মানুষ।