শুক্রবার   ২৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৩ ১৪৩২   ০৭ জমাদিউস সানি ১৪৪৭

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৫, এখনো নিখোঁজ ২৭০ জনের বেশি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫২ এএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার

হংকংয়ের বেশ কয়েকটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ছয় দশকের মধ্যে শহরটিতে এটি সবচেয়ে বড় অগ্নিকাণ্ড বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। এখনও ২৭০ জনের বেশি মানুষ নিখোঁজ, আর হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

 

এখনও কয়েকটি ভবনে আগুন জ্বলছে। ঘন ধোঁয়া সীমান্ত পেরিয়ে চীনের আকাশেও ছড়িয়ে পড়েছে।

 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ থেকে ৬৮ বছর বয়সী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শদাতা। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে কোম্পানিটির দায়িত্বে গুরুতর অবহেলার প্রমাণ মিলেছে।

 

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট সি চিন পিং হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের মধ্যে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো একজন ফায়ার ফাইটারও আছেন।

 

বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় অবস্থিত বৃহৎ আবাসন কমপ্লেক্স ওয়াং ফুক কোর্টে আগুনের সূত্রপাত হয়। ৩১ তলা উচ্চতার আটটি ভবনের এই কমপ্লেক্সে প্রায় ৪,৬০০ জন বাসিন্দা থাকেন, যাদের প্রায় ৪০ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।

 

১৯৮৩ সালে নির্মিত এসব ভবনের সংস্কারকাজ চলার সময়ই আগুন লাগে বলে জানা গেছে। সাতটি ব্লক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে তদন্তে জানা গেছে—

 

ভবনের বাইরে থাকা নির্মাণের জাল, প্লাস্টিকের শিট ও স্টাইরোফোম ছিল অগ্নিপ্রতিরোধী নয়।

 

সংস্কারকাজে ব্যবহৃত বাঁশের মাচা, কার্ডবোর্ড, ধ্বংসাবশেষ ও পেইন্ট থিনারের উপস্থিতিও আগুন ছড়াতে সহায়তা করে।

 

তুলনামূলক পুরোনো ভবন হওয়ায় একক পেনের জানালার কাচ তাপে দ্রুত ভেঙে গেছে, যা আগুনকে ভেতরে প্রবেশে সুযোগ দিয়েছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণে নিম্নমানের জাল ব্যবহারের ফলে আগুন ছড়ানো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

 

ঘটনার মাত্র ৪০ মিনিটের মধ্যে আগুনকে লেভেল ফোর এবং পরে লেভেল ফাইভ অ্যালার্মে উন্নীত করা হয়—যা সর্বোচ্চ সতর্কতা। ফায়ার সার্ভিসের জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ফায়ার ফাইটাররা দীর্ঘ সময় ভবনে প্রবেশ করতে পারেননি। অনেক স্থানে ফায়ার হোসও উপরের তলায় পৌঁছাতে ব্যর্থ হয়।

 

ঘটনাস্থলে মোট ৭৬৭ জন ফায়ার ফাইটার, ১২৮টি ইঞ্জিন, ৫৭টি অ্যাম্বুলেন্স ও প্রায় ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

হতাহতদের পরিচয়

 

নিহতদের মধ্যে আছেন ৩৭ বছর বয়সী ফায়ার ফাইটার হো ওয়াই–হো, যিনি শা টিন স্টেশনে নয় বছর ধরে কর্মরত ছিলেন। আগুন লাগার কিছুক্ষণ পর তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

 

এছাড়া আরও অন্তত একজন দমকলকর্মী হাসপাতালে চিকিৎসাধীন।

 

পুলিশ সদস্যরা লাউডস্পিকারে ঘোষণা দিয়ে নিখোঁজ আত্মীয়দের সন্ধানে বাসিন্দাদের সহায়তা করছেন।