হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৩
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৮ এএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলায় বুধবার বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্ত ১৩ জন মারা গেছেন। নিহতদের মধ্যে নয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে বলে ফায়ার সার্ভিস বিভাগের চৌ উইং-ইন এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, ঘটনাস্থলে কাজ করছে অন্তত ৭০০ ফায়ার ফাইটার।
আরও ছয়জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও অনেকে ভবনের ভেতরে আটকা পড়েছেন বলে সরকারি কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিলেন। ৩১ তলা ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছিল এবং কমলা রঙের আগুনে আকাশ আলোকিত দেখাচ্ছিল।
৭১ বছর বয়সী এক বাসিন্দা কান্না বিজড়িত কণ্ঠে বলেন, তার স্ত্রী ভবনে আটকা পড়েছেন।
সরকার জানিয়েছে, তিনজন গুরুতর দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং একজনের অবস্থা গুরুতর। এ ছাড়া ফায়ার সার্ভিস সদস্যসহ আরও অনেকে আহত হয়েছেন।
পাশের একটি ওভারহেড ওয়াকওয়েতে লোকজন জড়ো হয়ে আতঙ্কের সঙ্গে দেখছিলেন ভবনগুলো থেকে বের হওয়া ধোঁয়ার দৃশ্য, যেগুলোর কিছুতে বাঁশের মাচা লাগানো ছিল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইউনিটগুলো সংস্কারের কাজ চলছিল।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভানোর সময় দমকলকর্মীদের প্রচেষ্টার মধ্যে মাচার ফ্রেমগুলো ভেঙে নিচে পড়ে যাচ্ছিল, আর নিচের সড়কে সারি সারি ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স ছিল।
ওয়াং ফুক কোর্ট হংকংয়ের বহুতল আবাসিক কমপ্লেক্সের মধ্যে অন্যতম যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলের একটি। মূল ভুখণ্ড চীনের সীমান্তের কাছে অবস্থিত তাই পো একটি সুপ্রতিষ্ঠিত উপনগরীয় জেলা যার জনসংখ্যা প্রায় ৩ লাখ।
কমপ্লেক্সটি সরকারি ভর্তুকিযুক্ত হোম ওনারশিপ স্কিমের অধীনে। সম্পত্তি সংক্রান্ত ওয়েবসাইটগুলোতে বলা হয়েছে, এটি ১৯৮৩ সাল থেকে বসবাসের উপযোগী।
হংকং বিশ্বের শেষ কয়েকটি স্থানের মধ্যে একটি, যেখানে নির্মাণকাজে এখনো ব্যাপকভাবে বাঁশের মাচা ব্যবহার করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্টে আগুন লাগার খবর পায় তারা। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এটিকে সর্বোচ্চ সতর্কতা ৫ নম্বর অ্যালার্মে উন্নীত করা হয়।
গত বছরের এপ্রিলেও হংকংয়ের কোলাহলপূর্ণ কাউলুন জেলায় একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে আগুন লেগে পাঁচজন মারা যান।
