হাসিনা-কামালকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি পাঠিয়েছে ঢাকা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৪৮ এএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
ভারতে পলাতক মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে শুক্রবার দিল্লিতে ঢাকা চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ রবিবার এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত পরশু দিন (শুক্রবার) দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়েছে।
